www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2024 4:02 pm
calcutta highcourt

খবরে আমরা: ধর্মান্তকরনের অভিযোগে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট একযোগে সিবিআই ও এনআইএ-কে তদন্ত করতে নির্দেশ দিল। মালদহে কালিয়াচকের একটি গ্রামে একই পরিবারের দুই ভাই ও তার স্ত্রী- সন্তানদের জোড় করে ধর্মান্তকরন করার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, কালিয়াচক থানার আইসি ও দুজন পুলিশকর্মী সরাসরি ধর্মান্তকরনের চাপ দেন। হিন্দু থেকে মুসলিম হতে বাধ্য করা হয়েছে। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা এমন অভিযোগ শুনে সরাসরি কেন্দ্রীয় দুটি সংস্থার হাতে তদন্ত তুলে দেয়। হাইকোর্টের ইতিহাসে প্রথমবার এমন কোনও নির্দেশ দিল আদালত। থেকে ঐতিহাসিক রায় বলে উল্লেখ করছেন আইনজীবীরা। একইসঙ্গে জেলার পুলিশ সুপারকে হলফনামা দিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি ২১ জুন। পরিবারের আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের অভিযোগ, ধর্মান্তকরনের জন্য চাপ দিতে পুলিশ স্ত্রীর বিরুদ্ধেই স্বামীকে অপহরনের অভিযোগে তদন্ত শুরু করেছে। অথচ ঘটনার দুদিন আগে থেকে বেপাত্তা স্বামীর খোঁজ না পেয়ে স্ত্রী নিখেঁজের অভিযোগ নিয়ে থানায় গেলে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। স্ত্রীর অভিযোগ, থানার আইসি নিজে ধর্মান্তকরনের কথা প্রথম বলেছিলেন। তিনিই চাপ দিয়ে এই কাজ করেছেন। দুই ভাইকে স্থানীয় গ্রামের একটি মসজিদে আটকে রেখেছে ওই সম্প্রদায়ের কয়েকজন। এরসঙ্গে জড়িত রয়েছে থানার দুই অফিসার ও সিভিক ভলান্টিয়ার। বিচারপতি এদিন বিস্ময় প্রকাশ করেন ঘটনা শুনে। কীভাবে পুলিশ নিজে ধর্মান্তকরনের চাপ দিয়ে ব্যবস্থা করতে পারেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *