www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 24, 2024 10:49 am

সাত সকালে ভয়ঙ্কর ঘটনা। অমৃতসরে বিএসএফ মেসে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল। বিএসএফেরই একজনের গুলিতে পাঁচজন জওয়ান নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে আহত হয়েছেন ১০ জন। অমৃতসরের খাসায় ঘটনাটি ঘটেছে। কীভাবে এই ঘটনা ঘটল, ঘটনার নেপথ্যেই বা কী তা জানতে চেয়ে বিএসএফের তরফে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১০ জনের মধ্যে ৬ জনের সরাসরি গুলি লাগে। বাকি চারজনের শরীর ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

রবিবার বিএসএফ একটি সরকারি বিবৃতি জারি করে জানিয়েছে, ৬ মার্চ একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে খাসায়। কনস্টেবল সত্তেপার গুলিতে চারজন জওয়ান শহিদ হয়েছেন। অভিযুক্ত জওয়ানও মারা গিয়েছেন। এখানে ১৪৪ নম্বর ব্যাটেলিয়ন রয়েছে বিএসএফের। সূত্রের খবর, অভিযুক্ত কনস্টেবল সত্তেপার সঙ্গে মেসেরই কয়েকজন জওয়ানের কথা কাটাকাটি হয়। সেই সময়ই আচমকা অভিযুক্ত সত্তেপা নিজের একে ৪৭ রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ।

গুলিতে গুরুতর জখম হন ৬ জন। ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে অভিযোগ। ১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বিএসএফ সূত্রের খবর, নিজের রাইফেল থেকে গুলি চালানোর পরই অভিযুক্ত কনস্টেবল সত্তেপা নিজের গলাতেও গুলি চালান। তাঁরও মৃত্যু হয়েছে বলেই খবর। গোটা ঘটনার তদন্তে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফের তরফে। তবে গোটা ঘটনাই তদন্তসাপেক্ষ। তাই এখনই বেশি কিছু বলতে নারাজ বিএসএফ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *