আমাদের এখনও স্মরণে আছে সেই বিখ্যাত সিনেমা ‘কভি খুশি কভি গম’। অর আরও স্মরণে আছে সেই সিনেমার বিখ্যাত গান ‘বোলে চুড়িয়া’। গ্রেট ব্রিটেনে নিজের বাড়ির কাজ চলছে আর সঙ্গে স্পিকারে গান চলছে – ‘বোলে চুড়িয়া’। সেই গানের সঙ্গে নিখুঁতভাবে নেচে চলেছেন এক ব্রিটিশ যুবক। ২৪ বছর পরও করণ জোহারের এই সিনেমা যে এখনও ততটাই জনপ্রিয় তার প্রমাণ মিলল ফের একবার। কাজ করতে করতে ‘বোলে চুড়িয়া’ গানে কোমর দোলালেন এক ব্রিটিশ তরুণ। শুধু নাচলেনই সুন্দর উচ্চারণ করে গাইলেনও। ইতিমধ্যেই নেট ভুবনে ঝড় তুলেছে এই ভিডিও।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন ওই তরুণ। বাঁশের উপর দাঁড়িয়ে কাজ করছিলেন। ঠিক সেই সময় তাঁর কানে ভেসে আসে ‘বোলে চুড়িয়া’।
স্পিকারে বাজছিল গানটি। ব্যাস, কাজ তখন মাথায় উঠেছে তরুণের। কোমর দুলিয়ে নাচতে শুরু করলেন তিনি। শুধু নাচলেনই না রীতিমত ভাঙা ভাঙা হিন্দিতে সুর করে গাইলেন। তাঁকে দেখেই মনে হচ্ছিল তিনি খুবই উপভোগ করছেন গানটি। এই ভিডিওটি পোস্ট করেছেন সম্রাট অন্ধেরিওয়ালা নামে ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। তিনি বর্তমানে ব্রিটেনে থাকেন। তাঁর ক্যামেরার লেন্সেই বন্দি হয়েছে ওই ব্রিটিশ তরুণের নাচ। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।