খবরে আমরাঃ দেশের রাজনীতিতে এখন বিজেপির হাতিযার কাশ্মীর ফাইলস। গেরুয়া শিবিরে রয়েছেন, সমর্থক বোঝাতে এখন বিজেপি নেতা কর্মীদের মধ্যে কাশ্মীর ফাইলস দেখার হিড়িক পড়েছে। পিছিয়ে নেই দুর্গাপুরে বিজেপি নেতা-কর্মীরাও।এবার সিনেমা দেখতে তারা আস্ত মাল্টিপ্লেক্সই বুক করে ফেলেছে। যদিও তৃণমূলের দাবি, শিল্পাঞ্চলে আরএসএস ও বিজেপি দাঙ্গা লাগানোর ছক কষেছে। তারই অঙ্গ এই মাল্টিপ্লেক্স বুক। দেশজুড়ে ঝড় তুলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ । নরেন্দ্র মোদী-অমিত শাহ দেখে সূচনা করেছেন। বক্স অফিস মাত করেছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্মিত এই চলচ্চিত্র। যাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। তার মধ্যেই একদিনের জন্য দুর্গাপুরের সিটি সেন্টারের মাল্টিপ্লেক্স বুক করলেন বিজেপি কর্মী-সমর্থকরা । ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুখরিত গোটা এলাকা। তিনশোরও বেশি বিজেপি কর্মীদের জন্য বুকিং করা হয় মাল্টিপ্লেক্স। বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘‘রাজনীতিবিদদের উর্ধ্বে উঠে আমরা এই কাজ করতে চেয়েছি৷ দেশের উর্ধ্বে কেউ নয়৷ যারা দেশবিরোধী কাজ করবে, তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে।’’

জেলা
বিজেপিই পারে-কাশ্মীর ফাইনস দেখতে গোটা মাল্টিপ্লেক্সই বুক
- Sivji Speaks
- March 21, 2022
- Latest Update: March 21, 2022 4:44 pm
- 217
- Less than a minute
- 0
Tags:
You can share this post!
administrator