www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 29, 2024 3:15 pm
Gita

শ্রীকৃষ্ণ বলেছেন, 'আপনি সুখে থাকবেন না দুঃখে, তা নির্ভর করে আপনার চিন্তার উপর। আপনি সুখে থাকতে চাইলে, সব সময় সুখেই থাকবেন। আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন, তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবথেকে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু হতে পারে।'

শ্রী কৃষ্ণ (Sri Krishna) গীতার মাধ্যমে জীবনের অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলি দিলেও সেগুলি আজও আমাদের জীবনে সমান মাহাত্ম্যপূর্ণ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে নিজের আত্মীয় স্বজনের উপর অস্ত্রচালনা করতে অস্বীকার করে অস্ত্র পরিত্যাগ করেন অর্জুন। তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তাই গীতার বাণী নামে পরিচিত।

গীতার বাণী (Gita) সঠিক ভাবে মেনে চলতে পারলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারি এবং সবরকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করি। শ্রীমদ ভগবত্‍ গীতা আমাদের জীবদ্দশা ও তার পরের অবস্থার জন্যও সমান ভাবে কার্যকরী। গীতার দর্শন আমাদের জীবনকে সঠিক ভাবে চালনা করে।

শ্রীমদ ভগবত্‍ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনও এক থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে, তেমনই খারাপ সময়ও আসে। কী ভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয়, সেই পরামর্শও গীতায় দিয়েছেন শ্রীকৃষ্ণ। জেনে নিন কী বলেছেন তিনি।

* সময় কখনও বরাবর এক রকম থাকে না। জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ়্যই আসবে। যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন, তাঁর হাহাকারও অন্যের চোখে জল এনে দয়।

* যে ব্যক্তি কখনও সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না, তিনিই হলেন সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন, তিনি কখনও সাফল্য লাভ করেন না। তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না, কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না।

* শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীতু, সেই ভাগ্যের হাতে নিজেকের সমর্পন করে বসে থাকেন। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী, তিনি কখনোও ভাগ্যের উপর ভরসা করেন না। তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন।

* গীতায় বলা হয়েছে যে কখনোও শুধু বাইরের চেহারা দেখে কোনও সিদ্ধান্ত নিও না। কারণ ভগবান আমাদের বাইরেটা নয়, ভেতরটা দেখে বিচার করেন।

* শ্রীকৃষ্ণ বলেছেন, ‘আপনি সুখে থাকবেন না দুঃখে, তা নির্ভর করে আপনার চিন্তার উপর। আপনি সুখে থাকতে চাইলে, সব সময় সুখেই থাকবেন। আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন, তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবথেকে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু হতে পারে।’

* অন্য কারোর ভরসায় জীবনের পথ হাঁটবেন না। অন্যের ভরসায় এগোলে, তা না আপনাকে আনন্দ দেবে, আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন, তাতেই মিলবে আনন্দ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *