www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 26, 2024 4:36 pm

দেবাদিদেব মহাদেব যাঁর কাছে ভিক্ষা গ্রহণ করে মহামারি এবং খাদ্যাভাব থেকে ধরিত্রীকে রক্ষা করেন তিনিই দেবী অন্নপূর্ণা। পুরাণ মতে দেব এবং দেবীর মতবিরোধে দেবী কৈলাস ত্যাগ করলে মহামারি এবং খাদ্যের হাহাকার ওঠে। দেবাদিদেব ভক্তগণকে বিপদ থেকে রক্ষার জন্য তুল নিলেন ভিক্ষার ঝুলি। বিধি বাম, দেবীর মায়ায় ভিক্ষাও জোটে না। অবশেষে দেবাদিদেব কাশীতে গিয়ে দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারি এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন। দেবী কেবল মহাদেবের ঝুলি পূর্ণ করেন তাই নয়, দেবীর কৃপায় ঘুচে যায় সংসারের সকল দুঃখ ও খাদ্যাভাব। আজও পবিত্র কাশীধামে চৈত্র শুক্ল অষ্টমীতে দেবী মা অন্নপূর্ণা রূপে অবতীর্ণ হন।আগামী ৯ এপ্রিল ২৫ চৈত্র শনিবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–অষ্টমী তিথি আরম্ভ–বাংলা– ২৪ চৈত্র, শুক্রবার।ইংরেজি– ৮ এপ্রিল, শুক্রবার।সময়– রাত ১১টা ০৭ মিনিট।অষ্টমী তিথি শেষ–বাংলা– ২৫ চৈত্র, শনিবার।ইংরেজি– ৯ এপ্রিল, শনিবার।সময়– রাত ১টা ২৪ মিনিট।নবমী তিথি আরম্ভ–বাংলা– ২৫ চৈত্র, শনিবার।ইংরেজি– ৯ এপ্রিল, শনিবার।সময়– রাত ১টা ২৫ মিনিট।নবমী তিথি শেষ–বাংলা– ২৬ চৈত্র, রবিবার।ইংরেজি– ১০ এপ্রিল, রবিবার।সময়– রাত ৩টে ১৬ মিনিট।আরও পড়ুনআগামী ২৪ চৈত্র শ্রী শ্রী বাসন্তী পূজা, জেনে নিন নির্ঘণ্টগুপ্তপ্রেস পঞ্জিকা মতে–অষ্টমী তিথি আরম্ভ–বাংলা– ২৪ চৈত্র, শুক্রবার।ইংরেজি– ৮ এপ্রিল, শুক্রবার।সময়– রাত ৮টা ৪১ মিনিট ৩৯ সেকেন্ড।অষ্টমী তিথি শেষ–বাংলা– ২৫ চৈত্র, শনিবার।ইংরেজি– ৯ এপ্রিল, শনিবার।সময়– রাত ১০টা ৩৮ মিনিট ২৯ সেকেন্ড।নবমী তিথি আরম্ভ–বাংলা– ২৫ চৈত্র, শনিবার।ইংরেজি– ৯ এপ্রিল, শনিবার।সময়– রাত ১০টা ৩৮ মিনিট ৩০ সেকেন্ড।নবমী তিথি শেষ–বাংলা– ২৬ চৈত্র, রবিবার।ইংরেজি– ১০ এপ্রিল, রবিবার।সময়– রাত ১২টা ১৯ মিনিট ৪৪ সেকেন্ড।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *