খবরে আমরা : গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম-দশমী শ্রেণীর কর্মী এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। তাই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ সঠিক ছিল বলে জানিয়ে দিলো ডিভিশন বেঞ্চ। এর সঙ্গে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং নিয়োগ কমিটির পাঁচ সদস্যকেই সি বি আই জেরার মুখোমুখি হতে হবেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো। পার্থকে আজই যেতে হবে সি বি আই এর কাছে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখার্জীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, নিয়োগের সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে এবং শিক্ষা দফতরের মন্ত্রী, আমলা ও নিয়োগের কমিটিতে থাকা অধিকারিকেরা এই দুর্নীতিতে যুক্ত যেটা রাজ্যের কোনো সংস্থা দিয়ে তদন্ত সম্ভব নয়। এই মামলায় কেন্দ্রীয় সংস্থা তদন্ত বহাল রেখে ডিভিশন বেঞ্চ ফের মামলার শুনানি সিঙ্গেল বেঞ্চে ফেরত পাঠালো। আদালত জানিয়েছে, সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষনে এবং প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগের তদন্তে এই দুর্নীতির কথা উঠে এসেছে। প্রচুর টাকার লেনদেন করে অবৈধ নিয়োগ হয়েছে তার প্রমান রয়েছে। এবার সম্পূর্ণ মামলা সিঙ্গেল বেঞ্চে ফেরত পাঠালো ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ এবার সিদ্ধান্ত নেবে। এর সঙ্গে অবৈধ ভাবে নিযুক্ত বা এর জন্যে চাকরি খাওয়ানো কর্মীদের আইনি বৈধতা নেই বলে জানিয়ে দিয়েছে আদালত।
 
					
																	রাজ্য
																
					গ্রুপ সি, গ্রুপ ডি ও শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, সিবিআই তদন্ত বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, পার্থ যাচ্ছেন জেরায়
- Sri Pritam
- May 18, 2022
- Latest Update: May 18, 2022 1:03 pm
- 954
- Less than a minute
- 0

You can share this post!
administrator
							 
								 
								 
								 
											 
											