www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 26, 2025 9:24 pm

খবরে আমরাঃ স্কুল পরিদর্শকের নির্দেশের পরেও শিক্ষিকাকে স্কুলে নিয়োগ না করায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এক বছর ধরে বেতন বন্ধ থাকায় ওই শিক্ষিকার আবেদনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধান শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছেন আগেই। এবার তাঁর মনত্রব্য, পুরুষ বলেই প্রধান শিক্ষক নারী বিরোধী। তিনি শিক্ষিকাকে তাই কাজে ফেরাচ্ছেন না। রাস্তায় ঘুরতে হচ্ছে তাঁকে। আদালতের নির্দেশে এদিন হাজির হয়েছিলেন স্কুলের পরিচালন কমিটির সদস্য স্বপন চক্রবর্তী। কিন্তু তাঁর সাদা-সবুজ টি শার্ট দেখে বিরক্ত বিচারপতি অবিলম্বে পোষাক বদলে আসতে নির্দেশ দেন। বিচারপতি বলেন,’ ম্যানেজিং কমিটির সদস্যরাই আদালতের ডেকোরাম মানেন না। এৎপরই শুনানি সাময়িক স্থগিত হয়ে যায়। স্বপন ফের পোষাক বদলে এলে শুনানি হয়। রায়গঞ্জের বাসিন্দা সংযুক্তা রায়কে গত বছর করোনারি হাইস্কুলে বদলি করা হয়। কিন্তু স্কুলে শূন্য পদ নেই বলে তাঁকে কাজে যোগ দিতে দেননি প্রধান শিক্ষক। স্কুল দাবি করে, ওওই শূন্যপদে কর্মরত শিক্ষক খুনে মামলায় অবিযুক্ত। বিচারাধীন মামলা তাই তিনি যে কোনও সময়েই কাজে যোগ দিতে পারেন। তাই সংযুক্তাকে যোগ দেওয়ানো যাবে না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *