www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 31, 2025 7:22 pm

এই গতিশীল জগত অশান্তিময়

এই গতিশীল জগত অশান্তিময়। প্রতি মুহূর্তে যুদ্ধ, হিংসা, হানাহানিএ মধ্যে মন শান্ত রাখতে কি পরামর্শ দিচ্ছেন সাধু সন্ত মহাশয়রা। সম্প্রতি ‘দ্য সৎসঙ্গ লাইফ’-এর ইউটিউব চ্য়ানেলে সেই নিয়েই দীর্ঘক্ষণ ধরে চলল আলোচনা। সাধুসন্তদের ওই আলোচনার মধ্যেই উঠে এল স্থায়ী সমাধান। জানেন কী আলোচনা হয়েছে মেহসানায় স্থিতু BAPS স্বামীনারায়ণ মন্দির কর্তৃপক্ষের আয়োজিত ওই ‘সৎসঙ্গ কনভারসেশনে’?

  • শান্তিই সম্পদ –
    বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরের শান্ত পরিবেশে এই বিশেষ আলোচনায় অংশ নিয়েছিলেন স্বামী যোগবিবেকদাস, স্বামী উত্তমযোগীদাস, স্বামী গুরুমানন্দাস এবং স্বামী ত্যাগপুরুষদাস। এই আলোচনার মূল বিষয় ছিল ‘ঐশ্বরিক আনন্দের উপভোগ’। তাতেই আধুনিক জীবনের নানাবিধ চ্য়ালেঞ্জের মধ্য়ে কীভাবে আধ্যাত্মিকতা ও ভক্তির মাধ্য়মে পূর্ণতা খুঁজে পাওয়া যায়, সেই নিয়েই চলল আলোচনা।
  • জাগতিক মায়া থেকে মোক্ষ লাভ –
    এই আলোচনার শুরুতে সন্ন্যাসী স্বামীনারায়ণের একটি বাণী উদ্ধৃত করা হয়েছে। যাতে তিনি বলছেন, ‘একজন প্রকৃত সৎপুরুষ বা সাধু কখনওই জাগতিক সুখে আসক্ত হন না।’ শুধুই এই একটি বাণীই নয়। গোটা ভিডিয়ো জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর অজস্র কথা। বিশাল অট্টালিকা হোক বা গ্রামের ছোট্ট ঘর — ঈশ্বরের সঙ্গে যোগাযোগের জন্য কোনও পরিস্থিতি বাধা হতে পারে না বলেই জানিয়েছেন উপস্থিত সন্তরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *