www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 28, 2025 2:56 pm

আর মাত্র কয়েকটা দিন পরেই নতুন বছর - ২০২৬। আমরা সবাই আনন্দে নতুন বছরকে স্বাগত জানাবো।

আর মাত্র কয়েকটা দিন পরেই নতুন বছর – ২০২৬। আমরা সবাই আনন্দে নতুন বছরকে স্বাগত জানাবো। তবে ওই দিন কিছু কাজ করতে ভারতীয় জ্যোতিষ নিষেধ করেছে। যেমন –

  • আর্থিক লেনদেন থেকে সাবধান বছরের প্রথম দিন কাউকে টাকা ধার দেওয়া বা কারও থেকে ধার নেওয়া—উভয়ই এড়িয়ে চলা উচিত। জ্যোতিষবিদদের মতে, ১ জানুয়ারি টাকা লেনদেন করলে সারা বছর আর্থিক অনটন বা টানাটানির মধ্যে কাটার সম্ভাবনা থাকে। 
  • পোশাক নির্বাচনে সতর্কতা নতুন বছরের শুরুটা হওয়া উচিত উজ্জ্বল ও ইতিবাচকভাবে। এদিন ছেঁড়া, পুরনো কিংবা কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়।
  • ঘর অন্ধকার রাখবেন না বছরের প্রথম দিন ঘর যেন থাকে আলোয় ঝলমলে। বিশেষ করে বাড়ির ‘ঈশান কোণ’ (উত্তর-পূর্ব দিক) কোনোভাবেই অন্ধকার রাখবেন না। বাস্তু শাস্ত্র অনুযায়ী, এই কোণে অন্ধকার থাকলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং আর্থিক অভাব বা দারিদ্র্য দানা বাঁধতে পারে।
  • অলসতাকে বিদায় দিন কথায় আছে, বছরের প্রথম দিনটি আপনি যেমনভাবে কাটাবেন, সারা বছর আপনার তেমন মেজাজেই কাটবে। তাই ওইদিন খুব দেরি করে ঘুম থেকে ওঠা শুভ নয়। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে দিন শুরু করা উচিত। 
  • কলহ ও অশান্তি এড়িয়ে চলুন যে বাড়িতে আনন্দ ও হাসিখুশি পরিবেশ থাকে, সেখানেই মা লক্ষ্মীর স্থায়ী নিবাস। বছরের প্রথম দিনেই বাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়া বা তর্কে জড়াবেন না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *