www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 21, 2025 5:17 pm

সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাৎপর্যপূর্ণ ভাবে তার আগে পুরনো বন্ধু দিল্লিকে বড়সড় সামরিক চুক্তির প্রস্তাব দিল মস্কো। এর মধ্যে রয়েছে ভারতের বিমান বাহিনীর শক্তি বাড়াতে এসইউ-৫৭ যুদ্ধবিমান সংক্রান্ত চুক্তির প্রস্তাব। অত্যাধুনিক এই প্রযুক্তিও দিল্লিকে ‘উপহার’ দিতে আগ্রহী রাশিয়া। বিশ্লেষকদের দাবি, পুতিনের দেশের প্রস্তাব মানলে আকাশপথে পশ্চিমের দেশগুলির সমান্তরাল শক্তি অর্জন করবে ভারত। রাশিয়ার সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিইও সের্গেই সেমাজোভ জানিয়েছেন, প্রাথমিক প্রস্তাবে রাশিয়ায় উৎপাদিত এসইউ-৫৭ দিল্লিকে বিক্রির কথা বলা হয়েছে।

পরবর্তীকালে রুশ প্রযুক্তির সাহায্যে ভারতেই উৎপাদিক হবে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। এখানেই শেষ নয়, সূত্রের খবর, একক ইঞ্জিনের ‘স্টিলথ’ (ব়্যাডারে দেখা যায় না) যুদ্ধবিমান এসইউ-৭৫ চেকমেট নিয়েও চুক্তির প্রস্তাব দেওয়া হচ্ছে ভারতকে। বিশ্লেষকদের বক্তব্য, অন্য কোনও দেশ ভারতকে তাদের প্রতিরক্ষা প্রযুক্তিতে এই স্তরের প্রবেশাধিকার দেয়নি। যদি ভারত এই প্রস্তাব গ্রহণ করে, তবে তারা এমন সক্ষমতা অর্জন করবে, যা পশ্চিম বিশ্বের দেশগুলির সমান্তরাল। উল্লেখ্য, এর আগে পশ্চিমের একাধিক দেশকে প্রস্তাব করা হলেও তারা স্টিলথ ফাইটার জেটের উন্নত প্রযুক্তির ভারতের সঙ্গে ভাগ করতে চায়নি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *