কার মন যে কখন কিভাবে পরিবর্তন হয়ে যায়, তা আমরা জানিনা। যেমন মনের পরিবর্তন হয়েছে হরিয়ানার অমিত ভাদানার। ফরিদাবাদের মহব্বাতাবাদ গ্রামের বাসিন্দা অমিত ভাদানা। স্নাতক হওয়ার পর ব্যাঙ্কের চাকরি পেয়েছিলেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পর অনুভব করেন, এই কাজ তাঁর জন্য নয়। শেষ পর্যন্ত চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। ঠিক করেন পারিবারিক দুধের ব্যবসাই করবেন। প্রথম দিকে বাইকে করেই বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করেন অমিত। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসা বাড়তে শুরু করে। এক সময় কোটি টাকার অডি গাড়ি কিনে ফেলেন তিনি। এখন সেই গাড়িতে করেই বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দেন।
অমিতের কাণ্ড জেনে অবাক নেটিজেনরা। ভাইরাল হয়েছে দামি গাড়িতে চেপে তাঁর দুধ বেচার ভিডিও। অন্যদিকে গ্রাহকরাও সকালবেলা অমিতের জন্য অপেক্ষা করেন। দামি গাড়ি থেকে নেমে ব্যতিক্রমী দুধ বিক্রেতার দুধ বিক্রির কায়দা ফোনে রেকর্ড করেন তাঁরা। অমিতের সঙ্গে ছবি তোলার জন্যও ভিড় জমে যায়। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অমিত জানান, ছোট থেকেই গাড়ি চালানোর প্রতি ঝোঁক ছিল তাঁর। আরও বলেন, কোনও কাজই ছোট বা বড় নয়, মানুষের মানসিকতাই সেই কাজকে ছোট বা বড় করে তোলে। স্বপ্নপূরণে শুধু চাই পরিশ্রম। তাতেই সাফল্য পেয়েছেন হরিয়ানার অমিত ভাদানা।