www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 2, 2025 4:07 am

সাম্প্রতিক গবেষণায় এমন তত্ত্ব কিন্তু সামনে আসছে। তার আগে বিষয়টা একটু পরিষ্কার করা দরকার।

সাম্প্রতিক গবেষণায় (Reseacrch) এমন তত্ত্ব কিন্তু সামনে আসছে। তার আগে বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। প্রাণীকুলের সৃষ্টির গোড়ায় আছে X ও Y – এই দুটি ক্রোমোজম। মানুষের দেহে প্রতি কোষে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। নারীর দেহে দুটোই এক্স ক্রোমোজম। আর পুরুষের দেহে একটি এক্স ও অপরটি ওয়াই ক্রোমোজোম। চিকিৎসা বিজ্ঞান বলছে, যে ডিম্বাণুর নিষেক ঘটে, সেটি এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজম বহনকারী শুক্রাণুর সঙ্গে মিলিত হচ্ছে, তার উপরই নির্ভর করে মেয়ে না ছেলে হবে। এবার আগের প্রশ্ন ফিরে আসি যে সত্যি কি Y ক্রোমোজম কমে আসছে?

Y ক্রোমোজমের (Cromozome) সংকোচন নিয়ে সম্প্রতি এক গবেষণা হয়েছে। বছর দুয়েক আগের ওই গবেষণাপত্র বলছে, মানুষের ওয়াই ক্রোমোজম ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, ধীরে ধীরে সঙ্কুচিত হতে হতে একসময় হারিয়ে যেতে পারে ওয়াই ক্রোমোজম। তাহলে? তাহলে বিশ্ব থেকে হারিয়ে যেতে পারে পুরুষ। তিনি অবশ্য এটাও বলেছেন, প্রকৃতি বিশ্বের ভারসাম্য রক্ষার জন্য তখন হয়তো সৃষ্টির নতুন কোনো তত্ত্ব প্রকৃতি সামনে নিয়ে আসবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *