গিনেস বুক অফ ওয়ার্ল্ড এক আজব জগৎ। এখানে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরী হয় আর ভাঙাও হয়। রেকর্ড তৈরীর নির্দিষ্ট কোনো বিষয় নেই। যেকোনো বিষয় হতে পারে। এবারকার বিষয় জিভ দিয়ে চলন্ত ফ্যান থামিয়ে দেওয়া। অবিশ্বাস্য এই কাজের জোরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেললেন তেলেঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ক্রান্তি কুমার পানিকেরা। মাত্র এক মিনিটের মধ্যে ৫৭টি চলন্ত বৈদ্যুতিক পাখা জিভ দিয়ে বন্ধ করে দেওয়ার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। একে বলা যেতেই পারে ক্রান্তি-কারী স্টান্ট। যা দেখে শিউরে উঠছে বাচ্চা থেকে বুড়ো। রীতিমতো জোরে ঘুরছিল ফ্যানগুলি। সাধারণ মানুষ এই কাজ করলে জিভ কেটে টুকরো টুকরো হয়ে রক্তরক্তি কাণ্ড হওয়ার কথা। যদিও সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, হেলায় সেই কাজ করছেন ক্রান্তি। প্রশ্ন উঠেছে, শুধুই রীল বনানোর জন্য এই জাতীয় ঝুঁকি নেওয়া কতটা উচিত! অধিকাংশ মানুষ বলছেন, এটা মোটেও ঠিক হয় নি।
দীর্ঘ অনুশীলনে ভয়ংকর এই কাজে সক্ষম হয়েছেন তেলেঙ্গানার যুবক। তিনি ‘ড্রিল ম্যান’ হিসাবেই পরিচিত। আগেও ‘বিগ সেলিব্রিটি চ্যালেঞ্জ’, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’, ‘জেড ট্যালেন্ট শো’ এবং ‘ইন্ডিয়া কা মস্ত কালান্দার’, এমনকী ‘আমেরিকাস গট ট্যালেন্টে-এর মতো আন্তর্জাতিক মঞ্চে সাহসী চ্যালেঞ্জ নিয়েছেন এবং সাফল্যের সঙ্গে তা করেও দেখিয়েছেন।