ভারতীয় জ্যোতিষ বৈচিত্রে ও বৈভবে ভরপুর। ভারতীয় জ্যোতিষ মনে করে সপ্তাহের প্রত্যেকটা দিনে কোনো না কোনো দেবতা জাগ্রত থাকেন। সেই অনুযায়ী আপনার জন্মের দিন কোন দেবতা জাগ্রত ছিলেন তাঁকে আপনার সবার আগে পুজো করা উচিত। গ্রহ ও নক্ষত্র গণনা করে ভারতীয় জ্যোতিষ বলছে আপনার জন্মবার আপনাকে বলে দেবে যে আপনি কোন দেবতার পুজো সকালে উঠেই করবেন।
১.. রবিবার: এই দিনে জন্ম হলে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। তবে মন চাইলে ভগবান বিষ্ণুর যে কোনও অবতার, যেমন শ্রীকৃষ্ণ অথবা ভগবান রামের ও সূর্যের পুজো করতে পারেন।
২. সোমবার: এই দিনটি হল দেবাদিদেবের। তাই যদি সোমবার জন্ম হয়ে থাকে, তা হলে ভগবান শিবের আরাধনা করতে ভুলবেন না যেন।
৩. মঙ্গলবার: এই দিন আরাধনা করতে হবে হনুমানজির। এমনটা করলে মনের সব ইচ্ছা পূরণ হতে দেখবেন সময় লাগবে না।
৪. বুধবার: এই দিন যদি আপনি জন্ম গ্রহণ করে থাকেন, তা হলে আপনার ঠাকুর ঘরে ভগবান গণেশকে প্রতিষ্ঠিত করতেই হবে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে, বুধবার বাপ্পার আরাধনা করলে দারুন ফল মেলে।
৫. বৃহস্পতিবার: সোমবারের মতো সপ্তাহের এই দিনটিও ভগবান শিবের। তাই বৃহস্পতিবার যাঁরা জন্ম গ্রহণ করেছেন, তাঁরা যদি নিয়মিত সর্বশক্তিমানের আরাধনা করেন, তা হলে দেখবেন মনের সব ইচ্ছাপূরণ হতে সময় লাগবে না।
৬. শুক্রবার: যদি সপ্তাহের এই দিনে জন্ম গ্রহণ করে থাকেন, তা হলে মা দুর্গার আরাধনা করতে হবে। ইচ্ছা হলে মায়ের যে কোনও রূপেরও পুজো করতে পারেন।
৭. শনিবার: সপ্তাহান্তে যদি জন্ম নিয়ে থাকেন, তা হলে হনুমানজি অথবা কাল ভৈরবের পুজো করা মাস্ট।