বেশি বয়সে বিয়ের বহু ঘটনা পৃথিবীতে ঘটে। অনেক খবর শুনে আমরা অবাক হোই। কিন্তু এবার অবাকের অবাক করে নাম তুললেন গিনেসবুকে। ১০০ বছর বয়সি ‘তরুণ’ বিয়ে করলেন ১০২ বছর বয়সি ‘তরুণী’কে। যুগলের বয়সের সমষ্টি ২০২ বছর ২৭১ দিন। শতায়ু ব্যক্তি হিসাবে বিয়ে করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন আমেরিকার ফিলাডেলফিয়ার বাসিন্দা বার্নি লিটম্যান। তিনি আংটি পরিয়ে দিয়েছেন নয় বছর আগে বৃদ্ধাবাসে আলাপ থেকে প্রেমিকা হয়ে ওঠা মেজরি ফিটারম্যানকে। ওই নব দম্পত্তি আবার প্রমাণ করলেন, বয়সটা একটা সংখ্যা মাত্র। মনের বয়স ধরে রাখাটাই আসল কথা।
খবরে প্রকাশ প্রায় ৬৫/৭০ বছর আগে তারা ঘর বাঁধে প্রথম সম্পর্কের সঙ্গে। কিন্তু তাপ পরে একজনের স্বামী ও অন্যজনের স্ত্রী মারা যায়। দুজনের ভরা সংসার। তবুও তারা আশ্রয় নেয় এক বৃদ্ধাশ্রমে। সেখান থেকেই পরিচয় ও শেষে বিবাহ। সেখানেই জীবন সায়াহ্নে এসে একে অপরকে ভালোবেসে ফেলেন পেশায় ইঞ্জিনিয়ার বার্নি ও শিক্ষিকা মেজরি।
জানা গিয়েছে, বিয়েটা নাকি এই বছরের গোড়াতেই হয়ে গিয়েছে। চুটিয়ে সংসার করছেন শতায়ু দম্পতি। গত ৩ ডিসেম্বর তাঁদের নাম বিশ্বের সর্বজ্যেষ্ঠ দম্পতি হিসাবে গিনেস বুকে উঠতেই বিষয়টি জানাজানি হয়। প্রায় ছয় দশক আগে দুজনেই বিয়ে করেছিলেন তাঁদের প্রথম স্বামী ও স্ত্রীকে। বৈধব্যের পর নিজেদের সন্তান-নাতি-নাতনিদের বৃহৎ পরিবার ছেড়ে ফিলাডেলফিয়ার বৃদ্ধাবাসে এসে বসবাস শুরু করেন। তারপরে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।