ভারতীয় জ্যোতিষশাস্ত্র খুবই প্রাচীন ও গবেষণামূলক একটি শাস্ত্র। সেই প্রাচীন শাস্ত্র মনে করে গনেশমূর্তি ঘরে রাখা খুবই শুভ। সামনেই গনেশ চতুর্থী। সেইদিন নিজেদের ঘরে গনেশ মূর্তি স্থাপন করতে পারেন। তবে রাশি অনুযায়ী বিভিন্ন রঙের গনেশমূর্তি স্থাপন করার পরামর্শ দিয়েছে জ্যোতিষশাস্ত্র।
- মেষ রাশি- গোলাপি কিংবা লাল রঙের বিঘ্নহর্তার মূর্তি আনুন। তাহলেই দূর হবে জীবনের দুঃখ, দুর্দশা।
- বৃষ রাশি- যাঁরা এই রাশির জাতক, তাঁদের জন্য হালকা হলুদ রঙের গণেশ মূর্তি শুভ। সংসারে সুখ-শান্তি বিরাজ করবে।
- মিথুন রাশি- হালকা সবুজ রঙের গণপতি মূর্তি পুজো করলে আপনার বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি, বাধা-বিপত্তি দূর হবে।
- কর্কট রাশি- এই রাশির জাতকরা গণেশের সাদা মূর্তি পুজো করে মোতিচুরের লাড্ডু নিবেদন করুন।
- সিংহ রাশি- সিঁদুরে রঙের গণেশ বিগ্রহ পুজো করলেই আপনাদের জীবনে সুখ, শান্তি বিরাজ করবে। বাড়বে সমৃদ্ধি।
- কন্যা রাশি- গাঢ় সবুজ রঙের বিঘ্নহর্তার মূর্তি এনে পুজো করুন। পূরণ হবে সমস্ত মনোকামনা। কমলা রঙের ফুল দিয়ে পুজো করবেন।
- তুলা রাশি– সুন্দর সাজ দেখে যে কোনও রঙের গণেশ মূর্তি কিনুন। সেই বিগ্রহ যাতে সকলকে আকৃষ্ট করে।
- বৃশ্চিক রাশি- এই রাশির জাতকদের জন্য লাল গণেশ মূর্তি সৌভাগ্য বয়ে আনবে। তবে মাথায় রাখবেন যাতে সাদা কিংবা হালকা বাসন্তী রঙের ধুতি বা পোশাক পরানো থাকে।
- ধনু রাশি- আপনারা হলুদ বা কমলা রঙের গণেশ মূর্তি বাড়িতে এনে পুজো করুন। সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। ফিরবে সৌভাগ্য।
- মকর রাশি- শ্যামলা কিংবা ধূসর রঙের গণেশ প্রতিমা পুজো করুন। বিঘ্নহর্তাকে অপরাজিতা ফুল নিবেদন করবেন।
- কুম্ভ রাশি- নীল রঙের ধুতি বা উত্তরীয় পরা দাঁড়ানো গণেশ মূর্তিকে বাড়িতে নিয়ে এসে আরাধনা করুন। জীবনের বাধাবিপত্তি দূর করতে পারবেন নিজস্ব বুদ্ধিতে।
- মীন রাশি- এই রাশির জাতকরা হলুদ বা বাসন্তী রঙের বিঘ্নহর্তার মূর্তি এনে পুজো করুন। সৌভাগ্য বৃদ্ধি হবে।