জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, নুন যদি এমন ভাবে এই প্রতিকারগুলি।
- মানসিক চাপ কমবে
বর্তমান সময়ে অফিস কিংবা ব্যবসা কিংবা পরিবারের জন্য অনেকেই মানসিক চাপের শিকার হচ্ছেন। আর এই মানসিক চাপের কারণে শরীরেও কিন্তু নানান রোগব্যধি দেখা দেয়। তাই আপনি যদি এই মানসিক চাপ কমাতে চান, তাহলে নুনের এই প্রতিকারটি করতে পারেন। এর জন্য প্রথম স্নানের জলে আপনাকে এক চিমটি নুন নিয়ে সেই জল দিয়ে স্নান করতে হবে। - ঝগড়া, অশান্তি কমবে
যদি আপনার বাড়িতে প্রায় সময় ঝগড়া, অশান্তি লেগে থাকে, সদস্যদের মধ্যে মারামারি, হাতাহাতি হতে থাকে, তা থেকে বের হতে একটি বালতিতে জলে নুন ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই জল পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে দিন। অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন করুন। - অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে কী করবেন
প্রত্যেকটি পরিবারেই এমন অনেকেই রয়েছেন, যারা কোনও কারণ ছাড়াই প্রায় সময় অসুস্থ হয়ে পড়েন, যদি আপনার বাড়িতেও এমন কোনও রোগী থাকেন, তাহলে দেরি না করে আজই তার মাথার কাছে একটি কাঁচের বোতলে নুন ভর্তি করে রেখে দিন। কয়েক দিন পর দেখবেন সেই ব্যক্তি দ্রুতই সুস্থ হয়ে গেছে। - বদনজর এড়াতে কী করবেন
যদি আপনার বাড়িতে কোনও সদস্য বদনজর বা কুদৃষ্টির কবলে থাকে, তাহলে নুন দিয়ে তার কুদৃষ্টি সহজে দূর করতে পারবেন আপনি। এর জন্য এক মুঠো নুন নিন। তারপর শরীরের উপর থেকে নিচ পর্যন্ত সাতবার করে ঘুরিয়ে নিন। তারপর সেই নুনে জল ঢেলে দিন।