www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 24, 2025 11:16 am

দাঁত নিয়ে সমস্যায় ভোগেন কম বেশি সকলেই। আর বয়স একটু বাড়লে তো কথাই নেই। প্রাণিজগতে এমনও পাখি আছে, যারা খুব সহজেই এই সংকটের সুরাহা করে দিতে পারে।

দাঁত নিয়ে সমস্যায় ভোগেন কম বেশি সকলেই। আর বয়স একটু বাড়লে তো কথাই নেই। প্রাণিজগতে এমনও পাখি আছে, যারা খুব সহজেই এই সংকটের সুরাহা করে দিতে পারে। যেমন- প্লোভার। বন্য প্রাণিজগতে মিশরীয় প্লোভার পাখি হল কুমিরের দাঁতের ডাক্তার। শুনে পিলে চমকে উঠলেও ভয়ঙ্কর উভচর প্রাণী কুমিরের সঙ্গেই ঘর করে থাকে প্লোভার। খাবারের বিনিময়ে কুমিরের দাঁত পরিষ্কার করে দেয়। ছোট্ট পাখিটি কুমিরের মুখের ভেতরে ঢুকে দাঁতের মাঝখানে আটকে থাকা খাদ্যকণা বা পোকামাকড় সরিয়ে দেয়। প্লোভার পাখির এই কাজের ফলে কুমিরের দাঁত পরিষ্কার হয়, সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয়। আবার এই দাঁত পরিষ্কার করতে গিয়ে প্লোভার পাখি পেয়ে যায় তার খাবার। এভাবেই একে অপরের উপর নির্ভরশীল হয়ে পরে।

তেমনই ঘটনা দেখা গেলো মানব জীবনেও। ভয়ঙ্কর কোনও প্রাণী নয়, মানুষের নড়ে যাওয়া দাঁত তুলে চমকে দিয়েছে নেট দুনিয়াকে। কথা বলা, শিস দেওয়া ছাড়াও তোতা পাখির যে আরও নানা দক্ষতা আছে, সেটা প্রকাশ পেয়েছে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, চীনের ফোশান অঞ্চলে এক কিশোরের হাতে একটি তোতাপাখি। কিশোরটি তার মুখ ‘হাঁ’ করে, এরপর তোতাপাখিকে তার মুখের কাছে নিয়ে আসে। এ সময় তার নড়াচড়া করা একটি দাঁত তুলে দিতে পাখির মুখটা সেই জায়গায় দেয়। খুব দ্রুত ও নির্ভুলভাবে তোতাপাখি কিশোরের নড়বড়ে দাঁতটি তুলে আনে। এই দৃশ্য দেখে অবাক নাগরিক মহল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *