www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 8, 2026 3:00 pm

সিঁধেল চোরেদের দিন অবশ্য শেষ। তবুও কখনো কখনো সেই সিঁধেল চোরেদেরও দেখা যায়। আর তেমন কাজ করতে গিয়ে মহা বিপদে পড়েছে এক আধুনিক চোর। আধুনিক জমানায় দাঁড়িয়ে পুরনো সেই কৌশল প্রয়োগ করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়ল এক চোর। তালাবন্ধ বাড়ির এগজস্ট ফ্যানের ঘুলঘুলি বেয়ে ঢুকতে গিয়ে সেখানেই আটকে পড়ল চোর। না পারল ঢুকতে, না পারল বেরতে। শেষে পুলিশ ডেকে উদ্ধার করতে হল অভিযুক্তকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজস্থানের কোটা শহরে। জানা যাচ্ছে, কোটার বাসিন্দা সুভাষকুমার রাওয়াত ও তাঁর স্ত্রী গত ৩ জানুয়ারি এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। অনেক রাতে বাড়ি ফিরে স্তম্ভিত হয়ে যান তিনি। দেখেন, সন্দেহভাজন দুই যুবক তাঁর বাড়িতে চুরির মতলবে। একজন রান্না ঘরের এগজস্ট ফ্যানের ঘুলঘুলি বেয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে অন্যজন বাইরে দাঁড়িয়ে নজর রাখছে।

এই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন সুভাষ। আশেপাশের লোকজন আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলে দ্বিতীয় যুবক পালিয়ে যায়। অন্যজন এগজস্ট ফ্যানের ঘুলঘুলিতে আটকে পড়ে। ওই অবস্থায় পুলিশে খবর দেন সুভাষ। পুলিশ এসে এগজস্ট ফ্যানের ঘুলঘুলি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *