www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 11, 2026 6:50 pm

কথায় বলে,'মা হওয়া কি মুখের কথা!' সত্যি তাই।

কথায় বলে,’মা হওয়া কি মুখের কথা!’ সত্যি তাই। দেশরক্ষায় শহিদ হয়েছেন ভারতীয় জওয়ান ছেলে। তাঁর মূর্তি রয়েছে জম্মু শহরেই। এদিকে তীব্র শীত পড়েছে। ফলে মন মানেনি মায়ের। ওই মূর্তিতেই কম্বল জড়িয়ে দিয়েছেন তিনি, পাছে ঠান্ডা লেগে যায়! শহিদ কনস্টেবল গুরনাম সিংয়ের কম্বল জড়ানো মূর্তির ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জসওয়ান্তের কাছে গুরনাম কেবল শহিদ জওয়ান নন। জন্মান্তরের নাড়ির টান বিশ্বাস করে, মৃত্যু হয়নি ছেলের। মায়ের হৃদয় জীবিত রয়েছে। তিনি বলেন, “আমি একজন মা। আর এখন শীতে নাজেহাল অবস্থা আমাদের। আমি কীভাবে আমার ছেলের মূর্তিটিকে হাড়হিম করা ঠান্ডায় উন্মুক্ত রেখে যেতে পারি!” জসওয়ান্ত কাউরের ভাই কুলবিন্দর সিং বলেন, “আপনারা দেখেছেন তেরঙ্গা পতকা আকাশে পত পত করে উড়ছে। তা কেবল প্রাকৃতিক বাতাসে ওড়ে না, গুরনামের মতো জওয়ানদের শেষ নিঃশ্বাসে হাওয়ায় ওড়ে।”

২০১৬ সালের অক্টোবরের এক রাতে হিরা নগর সীমান্ত পাক মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় ভারতীয় সেনার। তখনই গুলিবিদ্ধ হয়ে শহিদ হন কনস্টেবল গুরনাম সিং। তার আগে অমর জওয়ানের সাহসিকতায় মৃত্যু হয় এক জঙ্গির। পিছু হটে একদল পাক সন্ত্রাসবাদী। এভাবেই এখনও মার কাছে ছেলে যেন জীবন্ত হয়ে আছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *