আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে রাজনৈতিক নেতারা ভোটের জন্য শুধুই প্রতিশ্রুতি দেন, কখনোই তা রক্ষা করেন না। কিন্তু এবার এক অনন্য নজির গড়লেন মহারাষ্ট্রের এক বিধায়ক। সাদা কাপড়ে শরীর মুড়ে চেয়ারে বসে রয়েছেন ঘাটকোপার পশ্চিমের বিধায়ক রাম কদম। গভীর মনোযোগের সহিত তাঁর চুল কাটছেন এক নাপিত। চারপাশে শোনা যাচ্ছে জনতার হর্ষধ্বনি। গত বৃহস্পতিবার এই দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রের ঘাটকোপারে। কিন্তু সামান্য চুল কাটার জন্য এতো আয়োজন? জানা যাচ্ছে, এ সামান্য চুল কাটা নয়, এর নেপথ্যে রয়েছে এক বিরাট সাফল্য ও প্রতিজ্ঞা পূরণের গর্ব। চার বছরের লড়াইয়ের পর মাথার চুলে কাঁচি পড়েছে বিধায়কের। বিশেষ আয়োজন তো হওয়ারই কথা। তাই আয়োজনে কোনও খামতি রাখেননি ঘাটকোপারের বিধায়ক।
মুম্বইয়ের ঘাটকোপার পশ্চিমের বিধায়ক রাম কদম। এই কেন্দ্রে জয়ী হওয়ার পর তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এলাকার পানীয় জল। সাধারণ ব্যবহারের জন্যও এখানে রীতিমতো সংঘর্ষ করতে হত। এই অবস্থায় এলাকার নির্বাচনী প্রতিনিধি হিসেবে রাম কদম প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না নিজের কেন্দ্রে জলের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন মাথার চুল কাটাবেন না তিনি। এরপর থেকেই শুরু হয় তাঁর লড়াই। জনগণের সমস্যা দূরীকরণ ও প্রতিজ্ঞা রক্ষার পর অবশেষে বৃহস্পতিবার মাথার চুল কাটানোর সিদ্ধান্ত নেন বিধায়ক রাম কদম। নিজ কেন্দ্রেই সেই চুল কাটা কর্মসূচিতে ভিড় জমান স্থানীয় জনতা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিধায়ক বলেন, “পাহাড়ি অঞ্চলে নলবাহিত জল সরবরাহ একটি গুরুতর সমস্যা। সেই সমস্যা আজ দূর হল।”
