নানা কারণে বেশ কয়েক বছর ধরে সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে। প্রাথমিক স্কুলগুলো শূন্য হতে চলেছে। সেই পরিস্থিতিতে মাঠে মাইক নিয়ে নেমেছেন সরকারি স্কুলের শিক্ষকরা। পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের বোহার পঞ্চায়েত এলাকার ১৪ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে আর পড়ুয়ার ঘাটতি মেটাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গ্রামে গ্রামে ঘুরে প্রচারে চালালেন। ভাড়া করা টোটোর মাথায় লাগানো হয় মাইক। ভাড়া করা টোটোর মাথায় লাগানো হয় মাইক। সেই টোটোর পিছনে ঝোলানো ব্যানার। সেখানে লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলে পড়ুয়াদের কী কী প্রাপ্তি লাভ হবে। নানাভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে অভিভাবকদের।
অভিভাবকদের উদ্দেশ্যে আবেদন রাখলেন যাতে প্রাথমিক বিদ্যালয়ে পাঠান সন্তানদের। সিতাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজকুমার চট্টোপাধ্যায়। তিনি জানান, “আমরা লক্ষ্য করছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ক্রমশ কমছে। প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে সঠিক বার্তা অভিভাবকদের কাছে না পৌঁছানোয় তারা তাদের ছেলে মেয়েদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। অথচ বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক রয়েছেন। শিশুবান্ধব পরিবেশে ছেলে-মেয়েদের পড়ানো হয়। তার সঙ্গে বিনামূল্যে বই, স্কুলের পোষাক ও জুতো পড়ুয়াদের দেওয়া হয়।”এমন দৃশ্য কিন্তু আগে খুব বেশি দেখা যায় নি।