www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 1, 2025 11:13 pm

প্রেমের জ্বালা বড়ো বিষম জ্বালা। আর সেই জ্বালায় কে যে কি করতে যায় তা বোঝাই মুশকিল। সত্যিই তেমনই এক আশ্চর্য ঘটনা ঘটলো বিহারের মোতিহারি এলাকায়।

প্রেমের জ্বালা বড়ো বিষম জ্বালা। আর সেই জ্বালায় কে যে কি করতে যায় তা বোঝাই মুশকিল। সত্যিই তেমনই এক আশ্চর্য ঘটনা ঘটলো বিহারের মোতিহারি এলাকায়। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, প্রেমে ব্যর্থ হয়ে এসেছিল আত্মহত্যা করতে। তবে দীর্ঘক্ষণ কোনও ট্রেন না আসায় রেল লাইনে শুয়ে ঘুমিয়ে পড়ে ‘মনভাঙা’ কিশোরী। হয়ত ভেবেছিল ঘুমের মধ্যেই সাঙ্গ হবে ভবলীলা। ট্রেন এল ঠিকই, তবে আত্মহত্যা করা আর হল না। জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে কিশোরীর ঘুম ভাঙালেন লোকো পাইলট। তার পর রেল লাইনেই চলল একপ্রস্থ নাটক। লোক জড়ো হলো অনেক। হৈ হুল্লোড় হলো। অবশেষে প্রেমিকাকে পৌঁছে দেওয়া হলো তার বাড়িতে।

প্রায় পুরো ঘটনাটাই ভাইরাল হয়েছে। আর সেই ছবি দেখে বিস্মিত নেট জগৎ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পিঠে ব্যাগ নিয়ে বোধহয় স্কুলের পোশাকেই রেল লাইনের মাঝে শুয়ে গভীর ঘুমে ডুবে রয়েছে ১৫ থেকে ১৬ বছরের এক কিশোরী। কার্যত ট্রেন ছুঁয়ে ফেলেছে তাকে। তখনও অকাতরে ঘুমোচ্ছে সে। এই অবস্থায় ট্রেন থেকে নেমে কিশোরীকে ডেকে তোলেন খোদ ট্রেন চালক। হঠাৎ ঘুম ভাঙায় কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায় সে। বোধহয় এর পরই তার মনে পড়ে কী উদ্দেশে সে এসেছিল। মৃত্যুপণ করে আসা কিশোরী এবার বসে পড়ে রেল লাইনে। ফিরবে না কিছুতেই। তার পরে জোর করেই তাকে বাড়িতে পাঠানো হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *