খবরে আমরাঃ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে নিজের সম্পত্তির হিসাব দিতে হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় এি প্রাক্তন উপদেষ্টাকে সম্পত্তির হিসাব দিতে নির্দেশ দিয়েছিল্েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন শান্তিপ্রসাদ। সোমবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও এদিন ডিভিশন বেঞ্চ পূর্বের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে। গণিত বিষয়ক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন আব্দুল গণি আনসারি-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, মেধা তালিকায় যাঁরা কোনও জায়গা পাননি, তাঁরা চাকরি পেয়েছেন। দিন তিনেক আগে এই সংক্রান্ত মামলায় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক ড: শান্তিপ্রসাদ সিনহার যাবতীয় সম্পত্তির হিসেব তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তের স্বার্থে গঠন করা হয় অনুসন্ধান কমিটি। ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার হাইকোর্টে ওই অনুসন্ধান কমিটির রিপোর্ট পেশ করার ছিল। কিন্তু এদিন কমিটির তরফে কেউ যাননি বলেই খবর। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগ তুলে অনুসন্ধান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। পাশাপাশি, গ্রুপ ডি দুর্নীতি মামলার তদন্তের ভার ফের দেওয়া হয় সিবিআইকেই।
রাজ্য
SSC-শিক্ষক নিয়োগে দুর্নীতি, সম্পত্তির হিসাব দিতে হবে খোদ প্রাক্তন উপদেষ্টাকেই
- Sri Pritam
- March 29, 2022
- Latest Update: December 22, 2025 5:56 pm
- 939
- 1 minute read
- 0

You can share this post!
administrator