www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 25, 2024 5:02 pm

জ্যোতিষশাস্ত্রে শশ মহাপুরুষকে শুভ ও যোগকারক বলে মনে করা হয়।   শনি হলো ন্যায় ও কর্মের গ্রহ (saturn)। ফলে আগামী বছর দেখা দেবে কর্মের জোয়ার ও ন্যায় বিচার। শশ মহাপুরুষ রাজ যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয় (astrology)।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৩ সাল প্রায় বেশিরভাগ রাশির জাতকের ক্ষেত্রেই অনেক শুভ বার্তা আনবে। জ্যোতিষ মতে যখন শনি কুম্ভ রাশিতে প্রবেশ করলে শশ মহাপুরুষ রাজ যোগ গঠিত হবে।

জ্যোতিষশাস্ত্রে শশ মহাপুরুষকে শুভ ও যোগকারক বলে মনে করা হয়।   শনি হলো ন্যায় ও কর্মের গ্রহ (saturn)। ফলে আগামী বছর দেখা দেবে কর্মের জোয়ার ও ন্যায় বিচার। শশ মহাপুরুষ রাজ যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয় (astrology)।

আবার তুলা, মকর বা কুম্ভ রাশির প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম ঘরে শনি অবস্থান করলে শশ মহাপুরুষ রাজযোগ গঠিত হয়। শনি যখন রাশি পরিবর্তন করেন তখন অনেক শুভ যোগ উপস্থিত হয়।

গণনা অনুযায়ী আগামী বছরের শুরুতেই বৃষ, মিথুন, তুলা এবং ধনু রাশির জাতকরা শনির রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন। এই রাশির জাতক জাতিকারা কিছুদিন ধরে যে সমস্যায় ভুগছিলেন তা থেকে মুক্তি পেতে পারেন। চাকরিতে সেরা সুযোগ পাবেন।

শনির গতি খুব কম বলে বহু বছর পর পর শনি রাশি পরিবর্তন করে। গণনায় দেখা গেছে ৩০ বছর পর শনি তার স্বরাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। ১৭ জানুয়ারী রাত ৮.০২ মিনিটে শনি কুম্ভে প্রবেশ করবে। শনি ২৯ মার্চ, ২০২৫ পর্যন্ত এই রাশিতে থাকবে, তারপর এটি মীন রাশিতে প্রবেশ করবে।

জ্যোতিষ মতে অষ্টম ও নবম ঘরের অধিপতি শনি। সেই শনি নবম ঘরে গমন করতে চলেছে। শনি গোচর ২০২৩ রাশিফল ​​অনুসারে, মিথুন রাশির লোকেরা নতুন বছরে শনি হাত থেকে মুক্তি পাবেন। যার কারণে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। সৌভাগ্যের ঘরে শনির এই ট্রানজিট আপনাকে জীবনের অনেক ক্ষেত্রে সুবিধা দিতে কাজ করবে।

তাই সব দিক বিচার করে আগামী বছরকে একটা শুভ বছর বলে ঘোষণা করেছে জ্যোতিষশাস্ত্র।জ্যোতিষ বিধান মেনে চললে আপনার জীবনেও আশার আলো নেমে আসবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *