www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 4, 2024 8:09 am

আপাত দৃষ্টিতে বিষয়টা অস্বাভাবিক মনে হলেও ঘটনা কিন্তু সত্য। একাধিক কারণেই আমারিকান এই সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে যাচ্ছিলো রাশিয়ার বিভিন্ন সংস্থার

আপাত দৃষ্টিতে বিষয়টা অস্বাভাবিক মনে হলেও ঘটনা কিন্তু সত্য। একাধিক কারণেই আমারিকান এই সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে যাচ্ছিলো রাশিয়ার বিভিন্ন সংস্থার। জানা যাচ্ছে, প্রযুক্তি সংস্থা গুগলকে বিস্ময়করভাবে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে যত টাকা আছে, সব একসঙ্গে করা হলেও এই পরিমাণ অর্থ হবে না। অংক শাস্ত্র বলছে, এক আনডিসিলিয়ন হল একের পর ৬৬টি শূন্য। অন্য দিকে, বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী জিডিপি ১০০ লক্ষ কোটি ডলারের। যার অর্থ রাশিয়া যে পরিমাণ অর্থ গুগ্‌লকে দিতে বলছে, সেই অর্থ পৃথিবীতে বিদ্যমান মোট অর্থের চেয়েও বেশি।

জানা গেছে, গুগলের মালিকানাধীন ইউটিউবে ১৭টি রাশিয়ান টেলিভিশন চ্যানেলের অ্যাকাউন্ট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে দেওয়ায় অস্বাভাবিক জরিমানার মুখে পড়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার কবলে পড়া ক্রেমলিনপন্থী চ্যানেলগুলোর মধ্যে রাশিয়া-ওয়ান এবং রাশিয়া টুডে উপস্থাপক ও পুতিনের মুখপাত্র মার্গারিটা সিমোনিয়ানের প্ল্যাটফর্মও রয়েছে। রাশিয়ান সংবাদমাধ্যম আরবিসির তথ্য অনুযায়ী, জরিমানার পরিমাণ ২০২০ সাল থেকে প্রতি সপ্তাহেই দ্বিগুণ হয়েছে। বর্তমানে জরিমানার পরিমাণ হয়েছে ২০,০০০,০০০,০০০,০০০,০০০, ০০০,০০০,০০০,০০০,০০০,০০০ ডলারের সমান। এরপর কি হতে চলেছে, সেই দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *