www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 22, 2025 8:39 am

বাস্তুশাস্ত্র যথেষ্ট প্রাচীন এক শাস্ত্র। সেই শাস্ত্র মানুষের জীবনের ভালো মন্দ নির্ধারণ করে দেয়।

বাস্তুশাস্ত্র যথেষ্ট প্রাচীন এক শাস্ত্র। সেই শাস্ত্র মানুষের জীবনের ভালো মন্দ নির্ধারণ করে দেয়। আপনি যদি সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করতে চান তাহলে অবশ্যই বাস্তু শাস্ত্রের কিছু নির্দেশ মেনে চলুন। আমাদের ঘরে এমন অনেক জিনিস আমরা ভুল করে রেখে দি, যেগুলি বাড়িতে নেতিবাচক শক্তি ছাড়ায়। কোন কোন জিনিস ঘর থেকে ফেলে দিলে আপনি মা লক্ষ্মীর কৃপা পাবেন, জানেন?

  • ভাঙা কল

আপনার বাড়িতে কোনও ভাঙা কল থাকে, যেখান থেকে টপটপ করে জল পরছে, সেই কল আজই বাড়ি থেকে ফেলে দিল। এটি বাড়িতে রাখলে আপনার আর্থিক ক্ষতি হবে। তাছাড়াও সম্পদের দেবী রেগে যাবেন। তাই আগেই সাবধান হোন আপনিও।

  • লোহার জিনিস

প্রত্যেকের বাড়িতেই অনেক লোহার জিনিস থাকে, আর সেগুলিতে হয়ত মরচে ধরে গেছে। এমন জিনিস বাড়িতে রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। যদি আপনার ব্যবসার স্থানেও এমন জিনিস থাকে, তাহলে আজই সেগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন। নাহলে কিন্তু আপনার খুব বড় সমস্যায় পড়তে হবে। চাকরি, ব্যবসায় সব ক্ষেত্রেই আপনার অসুবিধা হবে।

  • মৃত ব্যক্তির জামাকাপড়

অনেকেই তাদের প্রিয়জনের মৃত্যুর পর তাদের সেই জামা কাপড়, জিনিসপত্র স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দেন অর্থাৎ মৃত ব্যক্তিদের জিনিসপত্র বাড়িতে রাখা একদমই অশুভ। এতে শুধু বাস্তুত্রুটির সৃষ্টি হয়। তাছাড়া বাড়িতে এগুলি রাখা খুব অশুভ। এই জিনিসগুলো বাড়িতে রাখলে আপনার অর্থহানি হতে পারে।

  • অপ্রয়োজনয়ী কাগজ

অনেকেই অপ্রয়োজনয়ী কাগজ যেগুলি তাঁদের একদমই প্রয়োজন নেই, সেই কাগজ বাড়িতে রেখে দেন । তাহলে কিন্তু মা লক্ষ্মী রেগে যাবেন। তাই অপ্রয়োজনীয় কাগজ যেগুলি আপনার একদম দরকার নেই তা বাড়ি থেকে ফেলে দিন।

  • ছেঁড়া জুতো

ছেঁড়া, অপ্রয়োজনীয় জুতো বাড়িতে রাখবেন না। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে। সম্পদের দেবী ক্রমশও রেগে যাবেন। তাই এমন জিনিস বাড়িতে থাকলে আজই তা দূর করুন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *