মধ্যবিত্ত মানুষকে আর্থিক সংকটের মধ্যেই জীবন যাপন করতে হয়। তবে জ্যোতিষ পরামর্শ মেনে চললে কিছুটা সমস্যার সমাধান হতে পারে।
এমন কিছু ভুল আমরা নিত্যদিন করে থাকি, সেগুলো করলে জীবনে আর্থিক সঙ্কট লেগে থাকবে। যদি আপনি আপনার বাড়িতেই এই জিনিসগুলো রেখে দেন, তাহলে আপনার জীবনে অর্থ সঙ্কট লেগে থাকবে। জানুন কোন কোন জিনিস রাখবেন না।
- এই জলের কল
বাড়িতে কখনও জলের অপচয় করবেন না। এটি করলে আর্থিক সঙ্কট জীবনে লেগে থাকবে। যদি আপনার বাড়িতে কোথাও থেকে জল বের হয়, সেই জল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। কিংবা আপনার বাড়ির কোনও কল থেকে যদি টপটপ করে জল পড়ে, সেই কল আজই বদলে ফেলুন।
- ভাঙা হাঁড়ি বা বাসনপত্র
বাস্তু বিশেষজ্ঞদের মতে, ভাঙা হাঁড়ি বা ভাঙা বাসনপত্র বাড়িতে রাখা খুব অশুভ। এটি করলে আপনার অর্থসঙ্কট জীবনে আসতে পারে। এতে আপনার জীবনে সুখও দূর হবে। তাই আগেই সাবধান হোন আপনিও।
- এমন অর্থ
যদি আপনি সৎ পথে আয় না করেন বা অসৎ পথে আয় করেন, তাহলেও আপনার জীবনে দারিদ্রতা আসবে। সম্পদ বাড়বে না। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। খারাপ ভাবে আয় করলে সেই টাকা আপনি বাড়িতে রাখতে পারবেন না।
- ভাঙা মূর্তি
ঠাকুরের জায়গা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেই সঙ্গে নিত্যদিন পুজো করবেন। পুজো না করলে কিংবা ঈশ্বরের নাম না করলে কিন্তু আপনার আর্থিক সঙ্কট জীবনে লেগে থাকবে। যতই আপনি উপার্জন করুন না কেন, অর্থ ধরে রাখতে পারবেন না আপনি। ভাঙা মূর্তি ঘরে রাখবেন না। এটি খুব অশুভ।