আমরা ভাবছি ভারত-পাক যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু অনেক খেলা এখনও বাকি। জ্যোতিষী যোগেশ্বরানন্দ মহারাজের জ্যোতিষগণনা বলছে মহাভারতের মতো আসল যুদ্ধ শুরু হবে ৩০ মে। বিভিন্ন গ্রহের অবস্থান দেখে তিনি বলেন, ওই সময় বিশ্বে মহাভারতের মতো এক যুদ্ধ হবে। না এই যুদ্ধ কাদের মধ্যে হবে? তা অবশ্য যোগেশ্বরানন্দ তাঁর ভবিষ্যদ্বাণীতে উল্লেখ করেননি। তবে গত মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে তাঁর বলা সেই কথা ফের ভাইরাল সোশাল মিডিয়ায়।
সম্প্রতি, যোগেশ্বরানন্দ গিরি একটি ভিডিও বার্তায় বলেছিলেন, “আগামী ৩০ মে ছ’টি গ্রহ এমন একটি অবস্থানে আসবে যার কারণে সারা বিশ্বে দ্বন্দ্ব তৈরি হবে। মহাভারতের যুদ্ধের সময় বা পৃথিবীতে অন্য বিভিন্ন বড় যুদ্ধের সময় এই ছ’টি গ্রহের অবস্থান ঠিক যেমন ছিল, তেমনই তাদের অবস্থান হবে ওইদিন। এটা গাণিতিকভাবে প্রমাণিত। এটা ফরমুলা মেনেই হয়। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করেই এমন বলছি।” যুদ্ধের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেছিলেন, “যুদ্ধ একরকমের যজ্ঞ। যজ্ঞের অর্থ ত্যাগ, বলিদান। গীতায় কৃষ্ণ বলেছেন, যজ্ঞ, দান ও তাপস কখনও পরিত্যাগ করা উচিত নয়।”