www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 1, 2025 11:44 am

স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্কের কথা আগে বহু ক্ষেত্রে জানা গেছে। কিন্তু এবার তিনি পুলিশকর্মী আর স্ত্রীর অনুরোধে পুলিশই তাকে হাতেনাতে ধরেছে।

স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্কের কথা আগে বহু ক্ষেত্রে জানা গেছে। কিন্তু এবার তিনি পুলিশকর্মী আর স্ত্রীর অনুরোধে পুলিশই তাকে হাতেনাতে ধরেছে। স্বামীর ব্যভিচারের মাত্রাও দিন দিন বাড়ছিল। তক্কে তক্কে ছিলেন স্ত্রী। এর মধ্যেই কানে এসেছিল স্বামী মধুচক্রের আসরে মশগুল। আর কালবিলম্ব করেননি ওই মহিলা। সটান আগে গিয়েছিলেন থানায়। তারপর থানা থেকে পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান ওই মধুচক্রের আসরে। স্ত্রীকে সেখানে দেখে হতবাক হয়েছিলেন গুণধর স্বামীও। পরে পুলিশকর্মীরা ওই অভিযুক্তকে পাকড়াও করে নিয়ে যায়। শুক্রবার বিকেলে এই ঘটনাই ঘটেছে মালদহের ইংলিশবাজার থানার কোতোয়ালির নিমাইসরা এলাকায়। লজ্জায় মাথা হেঁটে হয়ে গেছে সেই পুলিশকর্মীর।

এই ঘটনায় সারা পড়ে গেছে পুরো মালদায়। অভিযুক্ত যুবক বিক্রম রজককে আটক করেছে ইংলিশবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, বিক্রম রাজ‌্য পুলিশের রায়গঞ্জ থানায় কনস্টেবল পদে নিযুক্ত। ইংলিশবাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর বাড়ি। প্রায় আট মাস আগে ওই পুলিশকর্মীর সঙ্গে বিয়ে হয়েছিল করমনি এলাকার বাসিন্দা ওই তরুণীর। বিয়ের পরই পুলিশকর্মী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন স্ত্রী। স্বামীকে সেই সম্পর্ক থেকে সরে আসতে বলেন স্ত্রী। কিন্তু বিক্রম সেই কথা কানেই তোলেনি বলে অভিযোগ। আর এই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত। এবার অন্য নারীর প্রতি স্বামীর শখ হয়তো বন্ধ হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *