বাস্তুশাস্ত্রের স্পষ্ট নির্দেশ, ঘরের দরজায় কখনো জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না। বাড়ির দরজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। তার কারণ এই দরজা দিয়েই আমরা কিন্তু ঘরে প্রবেশ করি। আর এই দরজা দিয়েই কিন্তু ইতিবাচক শক্তি আমাদের বাড়িতে প্রবেশ করে। যে কারণে কাপড় ঝুলিয়ে রাখা খুব একটা শুভ নয়। এটি করলে মা লক্ষ্মী আপনার বাড়িতে কিন্তু একদমই ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে না। এতে আপনার অর্থহানি হতে পারে।
ঘরের দরজা যদি আপনি ঠিকঠাক মত বন্ধ করতেন না পারেন, তাহলে ইতিবাচক শক্তি আপনার বাড়ি প্রবেশ পথেই কিন্তু বাধার সৃষ্টি হবে। আর ঘরে প্রবেশ করবে নেতিবাচক শক্তি। যে কারণে আপনার আর্থিক সঙ্কট থেকে পারিবারিক কলহ, মানসিক চাপের সঙ্গে নানান সমস্যার সৃষ্টি হবে। এমনকি সংসারে আসবে নানান সমস্যা। দরজার পেছনে জামা কাপড় ঝুলিয়ে রাখা একদমই উচিত নয়। কারণ এই কাপড় জামা কাপড় গুলো শুধু যে ময়লা হয় তা নয়, ঘর নোংরা হয়, ধূলো ময়লার কারণে আপনার শরীর খারাপ হতে পারে। তাছাড়াও নোংরা ঘরে কখনোই দেবদেবীরা বিরাজ করে না।