www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2024 4:55 pm
maa mahagouri

চৈত্র নবরাত্রির অষ্টম দিনে দেবী মহাগৌরীর পূজা করা হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী শৈলপুত্রী ১৬ বছর বয়সে অসাধারণ সুন্দরী এবং ফর্সা গায়ের প্রতিভাধর ছিলেন। এর ফলে তিনি দেবী মহাগৌরী হিসেবে নামকরণ করা হয়। তাকে শঙ্খ, চাঁদ এবং কুণ্ডের সাদা ফুলের সাথে তুলনা করা হয়েছে।

আজ চৈত্র নবরাত্রীর মহাষ্টমী। এদিন পূজিত হবেন দশভূজা। শাস্ত্র মতে অষ্টমীর দিনে দুর্গার নবম স্বরূপ মহাগৌরীর পুজো করা হয়। দুর্গার অষ্টম শক্তির পুজো করলে সোম চক্র জাগৃত হয়। দেবীভাগবত পুরাণ অনুযায়ী ৯ রূপ ও ১০ মহাবিদ্যা আদিশক্তির অংশ ও স্বরূপ। কিন্তু মহাদেবের সঙ্গে অর্ধাঙ্গিনী স্বরূপে মহাগৌরী সর্বদা বিরাজমান। তাঁর শক্তি অমোঘ ও সদ্য ফলদায়ী। মহাগৌরীর আশীর্বাদে সমস্ত সঙ্কট দূর হয় এবং সমস্ত অসম্ভব কাজ পূর্ণ হয়।

তপস্যা করে গৌর বর্ণ ধারণ করেন দেবী

নবরাত্রির অষ্টম দিনে মহাগৌরীর (maa Mahagouri) পুজো করা হয়। নিজের তপস্যার ফলে গৌরবর্ণ ধারণ করেন তিনি। উৎপত্তির সময় আট বছর আয়ু ছিল গৌরীর। তাই অষ্টমীর দিনে তাঁর পুজো করা হয়। নিজের ভক্তদের (Navratri 2023) জন্য তিনি অন্নপূর্ণা স্বরূপ। ধন, বৈভব ও সুখ-শান্তির অধিষ্ঠাত্রী দেবী তিনি।

মহাগৌরীর স্বরূপ

সাংসারিক দিক দিয়ে মহাগৌরীর স্বরূপ অত্যন্ত উজ্জ্বল, কোমল, শ্বেতবর্ণ ও শ্বেতবস্ত্রধারী। দেবীর একহাতে ত্রিশূল ও অপর হাতে ডমরু রয়েছে। সঙ্গীত ভালোবাসেন মহাগৌরী। তিনি সাদা বৃষ অর্থাৎ বলদের ওপর সওয়ার থাকেন। তাঁর ডান হাত অভয়মুদ্রায় ও বাঁ হাত শিবের প্রতীক ডমরু। এক হাতে ত্রিশূল রয়েছে। মহাগৌরীর স্বরূপ শান্ত ও দৃষ্টিগত। অষ্টমী তিথিতে মহাগৌরীর পুজো (Spiritual) করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।

মহাগৌরীর পুজোর নিয়ম

শারদীয়া দুর্গাপুজোর (Maa Durga) অষ্টম দিনে ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে স্বচ্ছ পোশাক পরে দুর্গার মন্ত্র জপ করতে করতে ধ্যান করুন। এর পর ঠাকুরঘরে গঙ্গাজল ছেটান এবং পাঁচটি দেশী ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। এর পর মহাগৌরীর পুজো শুরু করার আগে তাঁর কল্যাণকারী মন্ত্র ওম দেবী মহাগৌর্যৈ নমঃ মন্ত্র জপ করুন। এর পর দুর্গাকে প্রদীপ, ধূপকাঠি, ফুল, রোলী, অক্ষত ইত্যাদি পুজোর সামগ্রীর অর্পণ করুন। মহাগৌরীর পুজোয় সাদা ফুল অর্পণ করুন। নারকেল ও নারকেলের তৈরি জিনিসের ভোগ নিবেদন করুন। মহাগৌরীর (Spirituality) পুজোয় গোলাপী রঙের পোশাক পরা উচিত।

মহাগৌরীর ধ্যান মন্ত্র (Mahagouri Dhyan Mantra)

ওম দেবী মহাগৌর্যৈ নমঃ

শ্বেতে বৃষে সমারূঢ়া শ্বেতাম্বরধরা শুচিঃ।
মহাগৌরী শুভং দধ্যান্মহাদেব প্রমোদদা।।

যা দেবী সর্বভূতেষু মা মহাগৌরী রূপেণ সংস্থিতা।
নমস্তস্য়ৈ নমস্তস্য়ৈ নমস্তস্য়ৈ নমো নমঃ।।

সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণি নমোস্তুতে।

মন্ত্র

১) ওঁ দেবী মহাগৌরায়ৈ নমঃ।

২) ইয়া দেবী সর্বভূতেষু মা মহাগৌরী রূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।

শ্রী অন্নপূর্ণা স্তোত্রম্ (Maa Mahagouri Stotrom)
নিত্যানংদকরী বরাভযকরী সৌংদর্য রত্নাকরী
নির্ধূতাখিল ঘোর পাবনকরী প্রত্যক্ষ মাহেশ্বরী ।
প্রালেযাচল বংশ পাবনকরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 1 ॥
নানা রত্ন বিচিত্র ভূষণকরি হেমাংবরাডংবরী
মুক্তাহার বিলংবমান বিলসত্-বক্ষোজ কুংভাংতরী ।
কাশ্মীরাগরু বাসিতা রুচিকরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 2 ॥
যোগানংদকরী রিপুক্ষযকরী ধর্মৈক্য নিষ্ঠাকরী
চংদ্রার্কানল ভাসমান লহরী ত্রৈলোক্য রক্ষাকরী ।
সর্বৈশ্বর্যকরী তপঃ ফলকরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 3 ॥
কৈলাসাচল কংদরালযকরী গৌরী-হ্যুমাশাংকরী
কৌমারী নিগমার্থ-গোচরকরী-হ্যোংকার-বীজাক্ষরী ।
মোক্ষদ্বার-কবাটপাটনকরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 4 ॥
দৃশ্যাদৃশ্য-বিভূতি-বাহনকরী ব্রহ্মাংড-ভাংডোদরী
লীলা-নাটক-সূত্র-খেলনকরী বিজ্ঞান-দীপাংকুরী ।
শ্রীবিশ্বেশমনঃ-প্রসাদনকরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 5 ॥
উর্বীসর্বজযেশ্বরী জযকরী মাতা কৃপাসাগরী
বেণী-নীলসমান-কুংতলধরী নিত্যান্ন-দানেশ্বরী ।
সাক্ষান্মোক্ষকরী সদা শুভকরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 6 ॥
আদিক্ষাংত-সমস্তবর্ণনকরী শংভোস্ত্রিভাবাকরী
কাশ্মীরা ত্রিপুরেশ্বরী ত্রিনযনি বিশ্বেশ্বরী শর্বরী ।
স্বর্গদ্বার-কপাট-পাটনকরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 7 ॥
দেবী সর্ববিচিত্র-রত্নরুচিতা দাক্ষাযিণী সুংদরী
বামা-স্বাদুপযোধরা প্রিযকরী সৌভাগ্যমাহেশ্বরী ।
ভক্তাভীষ্টকরী সদা শুভকরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 8 ॥
চংদ্রার্কানল-কোটিকোটি-সদৃশী চংদ্রাংশু-বিংবাধরী
চংদ্রার্কাগ্নি-সমান-কুংডল-ধরী চংদ্রার্ক-বর্ণেশ্বরী
মালা-পুস্তক-পাশসাংকুশধরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 9 ॥
ক্ষত্রত্রাণকরী মহাভযকরী মাতা কৃপাসাগরী
সর্বানংদকরী সদা শিবকরী বিশ্বেশ্বরী শ্রীধরী ।
দক্ষাক্রংদকরী নিরামযকরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলংবনকরী মাতান্নপূর্ণেশ্বরী ॥ 10 ॥
অন্নপূর্ণে সাদাপূর্ণে শংকর-প্রাণবল্লভে ।
জ্ঞান-বৈরাগ্য-সিদ্ধযর্থং বিক্বিং দেহি চ পার্বতী ॥ 11 ॥
মাতা চ পার্বতীদেবী পিতাদেবো মহেশ্বরঃ ।
বাংধবা: শিবভক্তাশ্চ স্বদেশো ভুবনত্রযম্ ॥ 12 ॥
সর্ব-মংগল-মাংগল্যে শিবে সর্বার্থ-সাধিকে ।
শরণ্যে ত্র্যংবকে গৌরি নারাযণি নমোঽস্তু তে ॥ 13 ॥
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *