সাম্প্রতিককালে এমন ভয়াবহ বন্যা পাকিস্তান দেখেনি। পরিবেশবিদেরা বলছেন বিশ্বর তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলায় বন্যা ও খরা দুটোই মাত্রাতিরিক্ত। একনাগাড়ে অতিভারী বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা পাকিস্তানের। বর্ষার মরশুমে ইতিমধ্যেই প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছে প্রতিবেশী দেশে। এবার সেখান থেকেই সামনে এল ভয়ংকর ছবি। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের ইরাবতী নদীর জলস্তর বেড়ে কর্তারপুর কার্যত ভেসে গিয়েছে। সেখানে শিখদের পবিত্র গুরুদ্বারে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলে ভরে গিয়েছে। জানা গিয়েছে, বৃষ্টির জেরে পাকিস্তানের সাগর বাঁধে অতিরিক্ত জল জমে যাওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হয়। যার জেরেই ভেসে গিয়েছে কর্তারপুর সাহিব।
পবিত্র এই গুরুদ্বারের লঙ্গর হল, পরিক্রমা, সরোবর ও সরাম একেবারে ডুবে গিয়েছে। নিচের তলা কার্যত জলের নিচে চলে যাওয়ায় গুরু গ্রন্থ সাহেব নিয়ে যাওয়া হয়েছে দোতলায়। অন্যান্য ধর্মীয় গ্রন্থ সুরক্ষিত থাকলেও সার্বিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর। বন্যার জেরে ভারত-পাক সীমান্তে জিরো লাইন এলাকা জলের নীচে। ইরাবতী নদীর জল ধুসি বাঁধের উপর দিয়ে বইছে। যার জেরে আশেপাশের সমস্ত এলাকা প্লাবিত। বাঁধে ফাটল দেখা দিয়েছে।