ভাবুন তো একবার। নিরাপত্তা বলে কি কিছুই নেই। তা বলে বিজেপির সাম্রাজ্যে। খোদ জেলাশাসকের চশমা ছিনতাই। আর এই কীর্তি ঘটিয়েছে বাঁদরে। কড়া পুলিশি নিরাপত্তার মাঝে চশমা নিয়ে চলে যাচ্ছে বাঁদরে। এমনই দুঃসাহস দেখিয়েছে বাঁদর। বাঁদরের বাঁদরামি আর কতি। তবে এতে মজাই পেয়েছেন জেলাশাসক। নিজেই টুইটারে পোস্ট করে খবরটি জানিয়েছেন আইএফএস।
তার মধ্যে মথুরার (Mathura) বাঁদরের দৌরাত্ম তো ভারতখ্যাত। ফলে চরম বিপাকে পড়লেন খোদ জেলার দণ্ডমুণ্ডের কর্তা। লেজওয়ালা প্রাণীটি পাত্তা দিল না স্বয়ং জেলাশাসককে! আচমকা চশমা ছিনতাই করে বেপত্তা হয় সে। তারপর পুলিশ-প্রশাসনের হাজার দৌড়াদৌড়ি, বহু সাধ্যসাধনার পর্ব চলে। যদিও কোনওকিছুকেই পরোয়া করেনি মনুষ্যতর। তার ইচ্ছে হয়েছে যখন তখনই সে ফেরত করেছে চশমা। গোটা ঘটনায় এদিন শোরগোল পড়ে যায় মথুরায়। জেলা শাসকের চশমা হারানোর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
মথুরা বৃন্দাবনের (Vrindaban) পোড় খাওয়া জেলাশাসক হলেন নবনীত চাহাল (Navneet Chahal), এদিন তাঁর চশমা নিয়েই পালায় একটি বাঁদর! এদিকে আচমকা চশমা হারিয়ে একেবারে অন্ধের মতো অবস্থা হয় জেলাশাসকের! চরম অস্বস্তিতে পড়েন তিনি। এরপর চশমা ফেরত পেতে বাঁদরটিকে নানাভাবে বশে আনার চেষ্টা করেন নবনীত এবং তাঁর সঙ্গে থাকা প্রশাসনিক আধিকারিকরা। বাঁদরটিকে রীতিমতো অনুনয়-বিনয় করতে দেখা যায়। যদিও সহজে মন গলেনি তার। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।
ভিডিওতে দেখা গিয়েছে, মথুরা বৃন্দাবনের জেলাশাসক, বেশ কয়েকজন সরকারি কর্তাব্যক্তি ও পুলিশকর্মীদের। সকলেই বাঁদরের থেকে চশমা ফেরত পাওয়ার উপায় খুঁজছেন তখন। যদিও সেই উপায় কী তা বুঝতে পারছিলেন না কেউ। তাঁদের কাছাকাছি বেশ কয়েকটি বাঁদরকেও দেখা গিয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ পরে নিজের মর্জি মাফিক চশমা ফেরত দেয় ‘ভিলেন’ বাঁদরটি।
ভাইরাল ভিডিওটি টুইটারে শেয়ার করেছিলেন আইএফএস সুশান্ত নন্দ। তিনি মজা করে ক্যাপশানে লেখেন- “আপনি যদি ভারতের কোনও জেলায় জেলাশাসকের থেকেও ক্ষমতাবান কাউকে না দেখে থাকেন, তাহলে দেখুন।” এইসঙ্গে জানান, মথুরা বৃন্দাবনের জেলাশাসকের চশমা ছিনতাই হয়েছিল। অনেক অনুনয়-বিনয়ের পর যা ফেরত দিল বাঁদর। এদিকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) জেলাশাসকের চশমা ছিনতাইয়ের ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে। নেটিজেনরা নিজেদের একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।