ছবি আঁকা একটা অসাধারণ শিল্প। কখনো কখনো সেই শিল্পী ‘অসাধারণ’ রুপ পেয়ে যায়। শিল্পের ভাষা যে কেবল রং-তুলিতেই সীমাবদ্ধ নয়, তার এক অনন্য নজির দেখা গেল। ভারতীয় রেলের ট্রেনের টিকিট ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি তৈরি করে তাঁর জন্মদিনে ব্যতিক্রমী শ্রদ্ধা জানালেন শিল্পী, সাংবাদিক ও ইঞ্জিনিয়ার সৌরভ আদক। ব্যবহৃত ট্রেনের টিকিটকে ক্যানভাস হিসেবে বেছে নিয়ে সৌরভ আদক যে শিল্পকর্মটি তৈরি করেছেন, তা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। ছোট ছোট টিকিট জুড়ে নিখুঁতভাবে ফুটে উঠেছে মুখ্যমন্ত্রীর অবয়ব। কল্পনা, ধৈর্য এবং সৃজনশীলতার অনন্য মেলবন্ধনে এমন ব্যতিক্রমী শিল্পকর্মের প্রশংসা ছড়িয়ে পড়েছে।
মিনিয়েচার আর্ট বা ক্ষুদ্র শিল্পকর্মের একটা আলাদা কদর আছে। তবে টিকিটের উপর সৌরভ যা করেছেন, তা নিঃসন্দেহে ব্যতিক্রমী। তাও আবার ব্যবহৃত টিকিটের উপর অবিকল নেত্রীর মুখ ফুটিয়ে তোলার মতো অতি কঠিন কাজ! যা তিনি করে ফেলেছেন অনায়াসে। শিল্পী হিসেবে পরিচিত হলেও সৌরভ আদকের পেশা সাংবাদিকতা ও ইঞ্জিনিয়ারিং। এই তিন পরিচয়ের সমন্বয়ই তাঁর সৃষ্টিতে এনে দেয় ভিন্ন মাত্রা। টিকিটের উপর সূক্ষ্ম কাজ, আলো-ছায়ার ব্যবহারে নিখুঁত পরিকল্পনা শিল্পপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।