টেডি বিয়ার ভালুক প্রজাতির এক আশ্চর্য প্রাণী – যাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। শুধুই ‘সুন্দর’ বা ‘কিউট’ বিশেষণ বিয়ে একে ব্যাখ্যা করা যাবে না। এরও বেশি কিছু। দেখতে খরগোশের মতো। ছোট্ট ছোট্ট পায়ে ঘুরে বেড়ায় এদিক ওদিক। তাকালেই ঝরে পড়ে মিষ্টতা। নাম জুনজুন। থাকে চিনের সাংঘাইয়ের এক চিড়িয়াখানায়। টায়ার নিয়ে খেলতে পছন্দ করে। মধু ও আপেল ফেভারিট খাবার। এই ছোট্ট ভাল্লুকের ছানাকে দেখতে প্রতিদিন অপ্রত্যাশিত ভিড় হচ্ছে সাংঘাইয়ের চিড়িয়াখানায়। নজর কেড়েছে নেটিজেনদেরও। এর ছবি তুলতে বেশ লাইন পড়ে যায়। এই প্রবল ঠান্ডাতেও মানুষ আসছে শুধুই জুনজুনকে দেখতে।
সাংঘাইয়ের ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, জানুয়ারিতে প্রচন্ড ঠান্ডা থাকায় কেউ ঘুরতে আসে না, সোমবার থেকে শুক্রবার তো আসেই না। কিন্তু শুধুমাত্র জুনজুনকে দেখতে মানুষজন আসছেন। ও যেভাবে খেলে বেড়ায়, ঘুরে বেড়ায়, ওর সমস্তটা মানুষ দেখতে ভালবাসেন। দুদিন অন্তর ও চিড়িয়াখানায় নিজের ঘর থেকে বেরিয়ে সকলকে দেখা দেয়। চিড়িয়াখানা আসা এক পর্যটক বলেন, ‘ও ছোট্ট ছোট্ট পায়ে যেভাবে ঘুরে বেড়ায়, খেলে বেড়ায়, সেটা দেখতে ভীষণ ভাললাগে। এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না।’