www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 1, 2025 11:49 am

বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারত গত কয়েক বছরে খুবই দ্রুত এগিয়ে চলেছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মোদীর ডিজিটাল ইন্ডিয়া।

বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারত গত কয়েক বছরে খুবই দ্রুত এগিয়ে চলেছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মোদীর ডিজিটাল ইন্ডিয়া। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে পরম রুদ্র সুপার কম্পিউটার পেল কলকাতা। শুধু কলকাতাই নয়, একই ধরনের সুপার কম্পিউটার পেল পুণে এবং দিল্লিও। জাতীয় সুপারকম্পিউটিং মিশনের আওতায় ১৩০ কোটি টাকা খরচে এই তিনটি সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর), এই তিনটি সুপার কম্পিউটার উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণাগুলিকে এগিয়ে নিয়ে যাবে এই উন্নত কম্পিউটিং ব্যবস্থাগুলি।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা যাচ্ছে, কলকাতার এসএন বোস সেন্টারে পরম রুদ্র কম্পিউটার ব্যবহার করে পদার্থবিদ্যা, সৃষ্টিতত্ত্ব এবং পৃথ্বী বিজ্ঞানের বিভিন্ন গবেষণা চালানো হবে। এছাড়া, পুনের ‘দ্য জায়ান্ট মিটার রেডিও টেলিস্কোপ এবং দিল্লির ইন্টার-ইউনিভার্সিটি এক্সিলারেটরও বিভিন্ন উন্নত মানের গবেষণার কাজে এই কম্পিউটার ব্যবহার করবে। এদিন এই সুপার কম্পিউচারগুলি লঞ্চ করার সময়, প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে এটা ভারতের জন্য এক উল্লেখযোগ্য দিন। বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দিচ্ছে ভারত। আমাদের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা সফলভাবে তিনটি পরম রুদ্র সুপারকম্পিউটার তৈরি করেছেন। এখন কলকাতা, দিল্লি এবং পুনেতে এগুলিকে মোতায়েন করা হয়েছে। “

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *