www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 27, 2025 1:08 pm

মধ্যে আজকের দিনটা। তারপরেই ১৪ তারিখ মকর সংক্রান্তি। এই সংক্রান্তি হিন্দু ধর্মপ্রাণ মানুষের কাছে খুবই পবিত্র। মকর সংক্রান্তি (Makar Sankranti) মানেই যেন পিঠে পুলির উৎসব।

মধ্যে আজকের দিনটা। তারপরেই ১৪ তারিখ মকর সংক্রান্তি। এই সংক্রান্তি হিন্দু ধর্মপ্রাণ মানুষের কাছে খুবই পবিত্র। মকর সংক্রান্তি (Makar Sankranti) মানেই যেন পিঠে পুলির উৎসব। শীতের সকালে মিঠেকড়া রোদে গা ভাসিয়ে ওম নেওয়ায় মাতে সকলে। নতুন ধান, খেজুরের গুড় এবং পাটালির সুন্দর গন্ধে চারিদিক ম ম করে।। মূলত নতুন ফসলের উত্‍সবকে পৌষ পার্বণ (Paush Parban) হিসেবে বাংলায় পালন করা হয়। আর মকরসংক্রান্তি নতুন ফসলের উৎসব ছাড়াও ভারতীয় সংস্কৃতিতে ‘উত্তরায়ণের সূচনা’ বলা হয়ে থাকে। এই দিন দেশের বিভিন্ন প্রান্তের আকাশে রং বেরংয়ের ঘুড়ি উড়তে দেখা যায়। কেন মকরসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয় জানেন? তার পিছনে আছে এক বিশেষ কাহিনী।

মকরসংক্রান্তির দিন দেশের বিভিন্ন জায়গায় ঘুড়ির প্রতিযোগিতাও হয়। তা শুধু বাংলায় নয়, ভারতের উত্তর ও পশ্চিমের দেশগুলিতে অনেকেই প্রবল আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে মকরসংক্রান্তি পালন করেন। ঘুড়ি ওড়ানোর প্রথা ভারতের নানা প্রান্তে থাকলেও পশ্চিম ভারতের গুজরাটে এদিন ঘুড়ির উত্‍সব খুব ধুমধাম করে হয়। জানেন মকর সংক্রান্তির দিন কেন ঘুড়ি ওড়ানো হয়? এর নেপথ্যে এক ধর্মীয় বিশ্বাস রয়েছে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, মকর সংক্রান্তির দিন ভগবান রামচন্দ্র আকাশে একটি ঘুড়ি উড়িয়েছিলেন। আর সেই কারণেই মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয়। এ ছাড়া রামের ওড়ানো সেই ঘুড়ি ইন্দ্রলোকে গিয়েছিল বলেও কথিত আছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *