খবরে আমরাঃ শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে তাঁর দেওয়া চারটি সিবিআই তদন্তে কীভাবে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয়, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাদের সুবিধা পাইয়ে দিতে এই সিবিআই তদন্তে স্থগিতাদেশ সেই প্রশ্ন একটি মামলায় বুধবার নিজের নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি। এই নির্দেশের প্রতিলিপির সঙ্গে শিক্ষক দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির সব নথি সহ তাঁর সিবিআই তদন্ত দেওয়া নির্দেশের কপি অবিলম্বে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতিকে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, দেশ দেখুক-বিচার করুক বেআইনি চাকরী দেওয়া নিয়ে কী হচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন, এক আইনজীবীর ভার্চুয়াল শুনানিতে কথোপকথনের অংশ, ‘কথা হয়েছে গিয়েছে, স্টে হবে’ তাও পাঠাতে বলেছেন। নিজের লিখিত প্রশাসনিক নির্দেশে উল্লেখ করেছেন, এক আইনজীবী এসেছিলেন এক রাজনৈতিক নেতার হয়ে কথা বলতে। তাঁকে হাত জোড় করে বলেছি, আমায় ক্ষমা করুন পারব না। ঘটনাচক্রে, তিনি সিবিআই তদন্ত দিলেও বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। শুধু তাই নয়, কেন প্রাক্তন উপদেষ্টাকে মঙ্গলবার সম্পত্তির হিসাব সীল বন্ধ খামে দিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
রাজ্য
ডিভিশন বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
- Sri Pritam
- March 30, 2022
- Latest Update: March 30, 2022 3:40 pm
- 596
- Less than a minute
- 0
You can share this post!
administrator