www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 15, 2025 1:15 pm

আমরা সবাই জানি ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। ব্রিটিশরা ভারত ত্যাগ কে। কিন্তু সমস্ত ইতিহাসের কোলে লুকিয়ে থাকে আরও বহু ছোট ছোট ইতিহাস

আমরা সবাই জানি ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। ব্রিটিশরা ভারত ত্যাগ কে। কিন্তু সমস্ত ইতিহাসের কোলে লুকিয়ে থাকে আরও বহু ছোট ছোট ইতিহাস। ভারতের স্বাধীনতা আন্দোলনে তেমনই এক অনন্য ইতিহাস গড়েছিল পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত – অধুনা তমলুক। ইতিহাস বলছে,
ভারতবর্ষের তমলুকে প্রথম গড়ে ওঠে স্বাধীন সরকার। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন বা অগাস্ট আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের নানা জায়গায় মহাভারতীয় যুক্তরাষ্ট্র স্বাধীন সরকার গঠিত হয়। ভারতবর্ষের বেশ কিছু জায়গায় স্বাধীন জাতীয় সরকার গঠিত হয়। মহারাষ্ট্রের সাতারা, উত্তরপ্রদেশের বলিয়া ও বাংলার বুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এখনও জ্বল জ্বল করছে তমলুকের সেই ইতিহাস।

১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। ভারত তথা বাংলাকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে অবিভক্ত মেদিনীপুরের মাটি। মেদিনীপুরের মাটি বরাবরই স্বাধীনতাকামী। ভারত ছাড়ো আন্দোলনের আঁচ দাবানলের মত ছড়িয়ে পড়ে মেদিনীপুর জুড়ে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করে। তমলুকের বীর বিপ্লবীরা সিদ্ধান্ত নেয় থানা দখলে করবে। আর ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর থানা দখলের দিন ধার্য হয়। ঐদিন তমলুক মহকুমার বিভিন্ন থানায় দখল করতে গিয়ে শহীদ হন বহু মানুষ। তমলুকে শহীদ হন মাতঙ্গিনী হাজরা সহ ১২ জন। মহিষাদলে দখল অভিযানে গিয়ে শহীদ হন ১৬ জন। শেষ পর্যন্ত সব থানায় দখল হয়। নিজেরাই গঠন করে স্বাধীন সরকার। ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর বর্তমান নিমতৌড়ির অদূরে প্রতিষ্ঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার। যার প্রথম সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকার ভারতের স্বাধীনতার ইতিহাসের উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সেই জন্যই বলা হয়, ভারতের জাতীয় সংগ্রামের ইতিহাসে পূর্ব মেদিনীপুরের ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *