আমরা গোপালকে ঘরের শিশু বলেই কল্পনা করি। অনেকের বাড়িতেই শিশু গোপাল থাকে। সেই শিশু গোপালকে নিজের সন্তানের মতো সেবা-যত্ন করতে হবে। এমনিতেই শীতকালে ঘরের শিশুরা ঠান্ডায় খুব কাতর হয়ে পরে। তাই এই নাড্ডু গোপাল বাড়িতে রাখলে একটি শিশুর মতন তার যত্ন করতে হয়। সকালে ঘুম থেকে তোলা থেকে রাতে ঘুম পাড়ানো পর্যন্ত তার খাওয়া দাবার দিকেও ভীষণ নজর রাখতে হয়। ভারতীয় ধর্ম বলছে –
- কীভাবে স্নান করাবেন-
লাড্ডু গোপালকে সকালে ঘুম থেকে তুলে ঘণ্টা বাজিয়ে পঞ্চমৃত দিয়ে স্নান করাবেন। তারপর গায়ে চন্দনের তিলক লাগাবেন। তারপর তাকে নৈবেদ্য খেতে দেবেন। তারপর গোপালকে নতুন পোশাক পরাবেন। কানের দুল, ব্রেসলেট, বাঁশি, ময়ূরের পালক দিয়ে সাজিয়ে দেবেন।
- তুলসী নিবেদন করুন –
বলা হয়, গোপালের পুজো করার সময় তুলসী নিবেদন করতে হবে। তবে এমন ভাবে পুজো করবেন দেখবেন যাতে তার গায়ে কখনও না লাগে। গোপালের মূর্তি যেন কখনো ভেঙে না যায় সেদিকে বিশেষ নজর রাখবেন। রাতে ঘুমানোর আগে আপনার ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেবেন।
- কী খেতে দেবেন –
ঋতু অনুযায়ী গোপালকে ভোগ দেওয়া উচিত। যেহেতু এখন শীতকাল সেই ক্ষেত্রে আপনি সব সবজি দিয়ে গোপালকে খিচুড়ি রান্না করে দিতে পারেন। বলা হয় গোপালকে যদি আপনি শাক খেতে দেন। তাহলে আপনার বুধ গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলীতে দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার বুধ ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে।
- রাতে কী ভোগ দেবেন –
শীতকালে গোপালের নৈবেদ্যে অবশ্যই দেবেন গমের লাড্ডু ।এতে আপনি শুভ ফল পাবেন। এমনকি আর্থিক উন্নতিও হবে। সেই সঙ্গে গোপালকে রাতে ঘুম পাড়ানোর আগে, হালকা গরম দুধ খাওয়াতে একদম ভুলবেন না। যদি পারেন দুধে যা জাফরান ও হলুদ মিশিয়ে দিন।