বসন্ত পঞ্চমী ভারতীয় জ্যোতিষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দিন আমরা সরস্বতীর আরাধনা করি। পড়ুয়ারা মনে করেন, এই বিশেষ দিনে মা সরস্বতীর পুজা করলে শিক্ষাক্ষেত্রে সফলতা লেগেই থাকে। এমনকি জীবনে সাফল্য আসে। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উৎসব পালন করেন সকলে। কথিত আছে, এদিন মা সরস্বতী পুজো করলে শিক্ষার্থীরা জীবনে এগিয়ে যেতে পারেন। চলতি বছর বসন্ত পঞ্চমী পালিত হবে ২ ফেব্রুয়ারি, রবিবার। বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতী পুজো করা করলে পড়াশুনায় মন বাড়ে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বসন্ত পঞ্চমী তিথি আবুঝ মুহুর্তা নামে পরিচিত অর্থাৎ এটি একটি শুভ দিন। এদিন আপনি যে শুভ কাজ করবেন সেখানেই সফলতা আসবে। বসন্ত পঞ্চমীরা দিন কোন কোন জিনিস বাড়িতে আনা অত্যন্ত শুভ, জানুন।
- হলুদ ফুল –
বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে অবশ্যই হলুদ রঙের ফুল কেনা উচিত। হলুদ রঙ দেবী পার্বতীরও খুব প্রিয়। তাছাড়া মা সরস্বতীর অত্যন্ত প্রিয় একটি ফুল। এই ফুল বাড়িতে আপনার বাড়িতে রাখলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। - পার্বতী, ভগবান শিবের পুজো করুন –
বসন্ত পঞ্চমীর দিন যদি আপনি মা পার্বতী, ভগবান শিবের পুজো করেন তাহলেও আপনার জীবনে সফলতা আসবে। তাই তাদের বিবাহ সংক্রান্ত জিনিস , তাদের জন্য যদি পারেন কোনও গয়না কিনে আনেন, তাহলে আপনার আর্থিকদিকেও খুব লাভ হবে। - সরস্বতীর মূর্তি –
বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পুজো করুন। এই দিন মা সরস্বতীর মূর্তি কিনে এনে বাড়িতে পুজো করুন। সেই মূর্তি বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখুন। এতে দেখবেন মা সরস্বতীর কৃপায় আপনার জীবনের সফলতা আসবে। পড়াশোনাতেও মন বাড়বে আপনার। - গাড়ি, বাড়ি কিনুন –
বসন্ত বা পঞ্চমীর দিন কেনাকাটা করা খুব শুভ দিন। তাই চাইলে আপনি এদিন গাড়ি, বাড়ি কিনতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। - ছোট বাদ্যযন্ত্র
মা সরস্বতী সংগীতের দেবী। তাই বসন্ত পঞ্চমীতে আপনি কিন্তু ছোট বাদ্যযন্ত্র কিনতে পারেন। এতে মা সরস্বতী খুব খুশি হবেন। তাঁর কৃপায় আপনার জীবনেও সফলতা আসবে। এমনকি আপনার সন্তানের পড়াশুনা ও গানের প্রতি আগ্রহ বাড়বে।