www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 15, 2025 11:37 am

নতুন বছর আসছে। আমরা সকলেই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি। কিভাবে নতুন বছর আমাদের জীবনে সুখ-শান্তি আনবে তা নিয়ে আমরা

নতুন বছর আসছে। আমরা সকলেই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি। কিভাবে নতুন বছর আমাদের জীবনে সুখ-শান্তি আনবে তা নিয়ে আমরা সবাই চিন্তিত। এই বিষয়ে বাস্তুশাস্ত্রের কিছু পরামর্শ আছে। সেই পরামর্শ মেনে চললে আমারা সারা বছর ভালো থাকতে পারবো। বাস্তুশাস্ত্র পরামর্শ দিচ্ছে –

  • ভাঙা যেকোনও পাত্র যদি আপনার বাড়িতে থাকে তা আজই সরিয়ে ফেলুন। এগুলি শুধু বাস্তুত্রুটি নয়, আর্থিক সঙ্কটেরও সৃষ্টি করে। এমনকি সম্পর্কের টানাপোড়েনেরও সৃষ্টি করে। এতে আপনার আর্থিক দিকে একদমই লাভ হবে না। তাই সারা বছর সুখে থাকতে বছরের শেষেই আপনি ভাঙা পাত্র ফেলে দিন।
  • যদি আপনার বাড়িতে কোনও পুরনো ভাঙা ঘড়ি থাকে তা আজই সরিয়ে ফেলুন। নাহলে আপনার জীবনে কোন বাধাই সরবে না। কোনও কাজেও আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। বাড়িতে ঝগড়া, অশান্তি লেগে থাকবে আপনার।
  • বাড়িতে কোনও রকম যুদ্ধ, অশান্তির ছবি অর্থাৎ খারাপ বা নেতিবাচক কোনও ছবি বাড়িতে রাখবেন না। তার জায়গায় ঘোড়া কিংবা প্রাকৃতিক দৃশ্য বা ভগবানের ছবি বাড়িতে রাখুন। এতে আপনার জীবনে সফলতা আসবে।
  • জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শুকনো গাছপালা বাড়িতে থাকলে বাড়িতে নেতিবাচক শক্তি ভরে ওঠে। তাই তা আগেই সরিয়ে ফেলুন। তার জায়গায় নতুন ভালো গাছ লাগান।
  • ভাঙা কাঁচ বা ভাঙা আয়না বাড়িতে রাখা খুব অশুভ। তাই বছরের শেষে এগুলো বাড়ি থেকে বিদায় করুন। না হলে আপনার পরিবারে আর্থিক ক্ষতি হবে। পারিবারিক কলহ বাধতে থাকবে। এমনকি চশমা থাকলে তাও রাখবেন না।
  • ছেঁড়া জুতো বাড়িতে রাখলে আপনার আর্থিক সমস্যা দেখা দেবে। সেই সঙ্গে জীবনে আসবে নানান সমস্যা।
  • ধর্মীয় কোনও বই ছিড়ে গেলে তা ভালোভাবে জুড়ে রাখার চেষ্টা করুন। ভাঙা ঠাকুরের মূর্তি বা যেকোন ছবির ফ্রেম একদমই বাড়িতে রাখবেন না।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *