আজ কৌশিকী অমাবস্যা। এই দিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন তারাপীঠ মন্দিরে। সকলেরই একটা বাসনা মা তারার কাছে তার পুজো পৌঁছে দেওয়া। কিন্তু সকলের পক্ষে সব সময় সম্ভব হয় না সশরীরে গিয়ে পুজো দেওয়া। আর এই সুযোগটাই নিয়েছে বেশ কিছু প্রতারক চক্র। তারা রীতিমত বিজ্ঞাপন করে জানাচ্ছে যে তারা মন্দিরে অনলাইনে দেবীর পুজোর ব্যবস্থা করে দেন। আর বহু মানুষ এই প্রতারনা চক্রের খাপ্পরে পারেন। তাদের কাছ থেকে নেওয়া হয় হাজার হাজার টাকা।
সবটা মন্দির কর্তৃপক্ষের নজরে আসতে এবার কৌশিকী অমাবস্যার আগেই তাঁরা সমস্ত ভক্তদের সচেতন করে জানালেন যে মন্দির কর্তৃপক্ষের অনলাইন পুজো দোওয়ার কোনো ব্যবস্থা নেই। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “আমাদের মন্দিরের কোন নিজস্ব অনলাইনে পুজোর ব্যবস্থা নেই। বা কোন রকম মন্দির কমিটি থেকে এর ব্যবস্থা করা হচ্ছে না । চিরাচরিত প্রথা অনুযায়ী এখানকার ভক্তদের প্রত্যেকের পরিচিত সেবাইত আছেন। তাই আমরা বলি সেই সমস্ত সেবাইতদের মাধ্যমে নিজের নাম গোত্র দিয়ে পুজো পাঠিয়ে দিতে পারেন । সেবাইতরাই তাদের হয়ে পুজো দিয়ে প্রসাদ পুণ্যার্থীদের পাঠিয়ে দেবেন । আর এভাবেই বছরের পর বছর ধরে পুজোর সম্পন্ন হয়ে আসে তারাপীঠে। তবে ইদানিং দেখা যাচ্ছে বেশ কিছু অনলাইনে পুজোর ব্যবস্থার বিজ্ঞাপন । কিন্তু কোনভাবেই এর সাথে মন্দির কমিটি জড়িত নয় । তাই আগে থেকেই আমরা ভক্তদের সতর্ক করছি। পরে প্রতারিত হলে তার দায়িত্ব মন্দির কমিটি নেবে না। “