একেই বলে সুপার মম। তিনি ভারতীয়। এমন এক ঘটনা আমাদের আজকের অফবিট নিউজ। সকাল থেকেই শুরু হয় আমাদের অফিস যাত্রা। বাস ট্রেন ঠেঙিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা অনেকেই কর্মস্থলে যাই। আবার সন্ধ্যার পড়ে ফিরেও আসি। তাই বলে প্রদিন ৭০০ কিমি বিমানে পাড়ি দিয়ে আবার বাড়ি ফিরে আসা – এমন খবর কিন্তু আগে পাওয়া যায় নি। পরিবারকে সময় দেওয়ার জন্য অবাক কাণ্ড ঘটালেন ভারতীয় বংশোভূত বধূ। ট্রেন, বাস, অটো নয় প্রতিদিন বিমানে ‘ডেলি প্যাসেঞ্জারি’ করেন তিনি। শুধু সন্তানদের সময় দেবেন বলে।
রাচেল কৌর। মালয়েশিয়া এয়ার এশিয়া বিমান সংস্থায় অর্থ বিভাগের সহকারি ম্যানেজার হিসাবে কর্মরত। তিনি প্রতিদিন পেনাং বিমানবন্দর থেকে বিমান ধরে কুয়ালালামপুরে পৌঁছন। সেখান থেকে মিনিট পনেরো দূরের অফিসে যান সময় মতো। রাত ৮টায় কাজ শেষ করে ফিরতি বিমান ধরেন। প্রতিদিন ৭০০ কিমি পাড়ি দেন তিনি।
জানা যায়, সপ্তাহান্তে পেনাংয়ে বাড়িতে ফিরতেন। কিন্তু এর ফলে পরিবার ও দুই সন্তানকে সময় দিতে পারছিলেন না। রাচেলের ১২ ও ১১ বছরের দুই সন্তান রয়েছে। তাঁরা বেড়ে ওঠার সময়ে মায়ের অভাব বোধ করছিল। বাচ্চাদের এই সময়ে তাঁকে ভীষণভাবে দরকার, তা বুঝতে পেরে প্রতিদিন বিমানে অফিস যাওয়া আসার সিদ্ধান্ত নেন রাচেল। আন্তর্জান্তিক সংবাদমাধ্যম সিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে রাচেল বলেন, “বাচ্চাদের বেড়ে ওঠার সময়ে আমার মনে হয়েছে ওদের পাশে আমাকে দরকার। বিমানে আসা-যাওয়ার ফলে রাতে ওদের সঙ্গে থাকতে পারি।”এমন দরদী মাকে সকলেই অভিনন্দন জানিয়েছেন।