www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 28, 2025 12:35 am

আপাতভাবে শুক্রবারের ঝড়জল ততটা হয়তো ক্ষতি করে নি। কিন্তু বহু কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।

আপাতভাবে শুক্রবারের ঝড়জল ততটা হয়তো ক্ষতি করে নি। কিন্তু বহু কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল থেকে বেলা যত বেড়েছে তত বেড়েছে বৃষ্টির পরিমাণ। এমন ভারী বৃষ্টি হয়েছে যে মাঠে মাঠে হাঁটু সমান জল জমে গিয়েছে। পচন ধরেছে সবজিতে। শীতকালের কথা ভেবে ভাঙড়ের দুটি ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা রবি শষ্যের চাষ করেছিলেন তাঁদের মাথাতেও হাত। চাষিদের দাবি, ভারী বর্ষনে মাঠ ভরা উচ্ছে, পটল, লঙ্কা, ফুল কপি, ব্রকোলি, বাঁধা কপি, টম্যাটো, ক্যাপসিক্যামের গাছ নষ্ট হয়ে গেছে। এই। মুহূর্তে তারা জল সরাতেও পারছে না। কারণ সর্বত্র জল।

চাষীদের আশঙ্কা এখন বৃষ্টি থামলেও কালীপুজোর সময় সবজি দর লাফিয়ে লাফিয়ে বাড়বে। উল্টে কমবে জোগান। নিউ টাউন লাগোয়া হাতিশালা, কোঁচপুকুর, সাতুলিয়াতে মাচা পদ্ধতিতে লাউ, কুমড়ো, চাল কুমড়ো চাষ হয়। এক টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে মাচার খুঁটি আলগা হয়ে মাঠেই মুখ থুবড়ে পড়েছে লাউ, কুমড়ো। কাদায় গড়াগড়ি যাচ্ছে গাছের ডালপালা। জমি থেকে গাছ তোলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন চাষিরা। অতিরিক্ত বৃষ্টিতে মাচা ভেঙে পড়েছে। গাছ, ফল সব পচে যাচ্ছে। এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে আউশ ধানেরও।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *