পুজো একদম শেষ। আজ থেকেই শুরু প্রতিমা নিরঞ্জন। আর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে মুখ্যমন্ত্রীর সাধের পুজো কার্নিভালের প্রস্তুতি। তবে কার্নিভাল কবে? তা নিয়েই এখন প্রশ্ন সকলের। আজ থেকেই শুরু হচ্ছে প্রতিমা নিরঞ্জন। ২,৩ ও ৪ অক্টোবর হবে প্রতিমা নিরঞ্জন। গঙ্গার বিভিন্ন ঘাটে হবে এই বিসর্জন। এর পরেই অর্থাৎ ৫ অক্টোবর হবে কার্নিভাল। ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে সমস্ত পুজো কমিটি গুলোকে নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ দিনের পুজোতে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন কলকাতায় ঠাকুর দেখতে। কার্নিভালে এই সমস্ত ঠাকুর ফের দেখার সুযোগ পাবেন দর্শকরা।
পুজোর মধ্যে প্রচুর ভিড়ে অনেকেই সব ঠাকুর দেখার সুযোগ পাননি। ফলে এই কার্নিভালেই তাদের সামনে শেষ সুযোগ। আর সে কারণেই পুজো শেষ হতেই কার্নিভাল কবে তা নিয়ে প্রশ্ন জাগে মানুষের মনে। এই কার্নিভালের পাস জোগাড় করতেও রীতিমত চাপে পড়তে হয়। বছর কয়েক আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আর তারপর থেকে বাংলায় দুর্গাপুজোর আনন্দ আরও কয়েকগুণ বেড়েছে। আয়োজনও খানিক ক্রমবর্ধমান। প্রতি বছর রেড রোডে বড় করে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী নিজে। থাকেন বিদেশি অতিথিরাও। এবারও তাঁদের সকলকে নিয়ে কার্নিভাল করতে চান মুখ্যমন্ত্রী।