গ্রামের মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার বাসনা নিয়েই গান্ধীজির ‘পঞ্চায়েত রাজ’ পরিকল্পনা ছিল। কিন্তু কিছু অসৎ মানুষের কাছে সেই পঞ্চায়েত এখন দুর্নীতির আখড়া। তা আবার নতুন করে প্রমাণ করলো মধ্যপ্রদেশের কুদ্রিরাম পঞ্চায়েত। সেখানে দেখা গিয়েছে, মাত্র ২ পাতার জেরক্সের জন্য পঞ্চায়েতে বিল করা হয়েছে ৪০০০ টাকা৷ মধ্যপ্রদেশের শহডোল জেলায় এক বড় দুর্নীতির ঘটনা সামনে এসেছে। কুদ্রিরাম পঞ্চায়েত, যা জয়সিংহনগর পঞ্চায়েত সমিতি এবং শহডোল জেলা পরিষদের অন্তর্গত৷ সেখানে মাত্র দুই পাতার ফটোকপির জন্য ৪,০০০ টাকার বিল জারি করা হয়েছে।
অভিযোগ, সরপঞ্চ এবং পঞ্চায়েত সেক্রেটারির যোগসাজশে এই ভুয়ো বিল অনুমোদিত হয়েছে। বিলের কপি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিলে দেখা যাচ্ছে, ‘রাজ ফটো কপি সেন্টার অ্যান্ড ডিজিটাল স্টুডিও’-র নামে মাত্র দুই পাতার জন্য ৪,০০০ টাকা চার্জ করা হয়েছে। প্রতি পাতার হিসাব দাঁড়িয়েছে ২,০০০ টাকা, যেখানে সাধারণত প্রতি পাতার ফটোকপির খরচ ১ থেকে ২ টাকা হয়। যদিও বিলে অন্যান্য সামগ্রীরও উল্লেখ আছে, কিন্তু ফটোকপির চার্জই মূল কেন্দ্রবিন্দু।