www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 6, 2025 1:54 pm

এমন ঘটনা খুব কমই হয়। মাধ্যমিক হলো জীবনের প্রথম বড়ো পরীক্ষা। এই পরীক্ষার ফলের উপর নির্ভর করে সারা জীবন।

এমন ঘটনা খুব কমই হয়। মাধ্যমিক হলো জীবনের প্রথম বড়ো পরীক্ষা। এই পরীক্ষার ফলের উপর নির্ভর করে সারা জীবন। কেউ কেউ তো অকৃতকার্য হয়। এতে ভেঙে পড়ে তারা। একদিকে খারাপ ফল, অন্যদিকে পরিবারের চাপ। দুইয়ের জাঁতাকলে পড়ে পড়াশোনা ছেড়ে দেওয়ার পাশাপাশি আত্মহত্যার পথও বেছে নেয় অনেকে। তাঁদের সন্তান যাতে তেমনটা না করে তার ব্যবস্থা করলেন কর্ণাটকে বাসিন্দা মা-বাবা। রীতিমতো অভিনব কাণ্ড করলেন তাঁরা। ছেলে মাধ্যমিকে ‘ফেল’ করার পর পরিবারের সকলে মিলে তা উৎযাপন করলেন। ফেল করা ছেলেকে দিয়ে কেক কাটালেন। পরিবারের সদস্যরাও বলেন, ‘হাল ছেড়ে দেওয়ার মতো কিছুই হয়নি।’

কর্ণাটকের বাগলকোটের বাসবেশ্বরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র অভিষেক ছোলাছাগুড্ডা। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে মাত্র ২০০ নম্বর পেয়েছে সে। ৩২ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি ছ’টি বিষয়েই ফেল করেছে। অভিষেক জানায়, রেজাল্ট জানতে পেরে বন্ধুরা তাকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু কঠিন সময়ে বাবা-মা পাশে দাঁড়ায়। অভিষেকের কথায়, “পাশ করতে পারিনি। কিন্তু আমার পরিবার পাশে দাঁড়িয়েছে, উৎসাহিত দিয়েছে।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *